ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন চূড়ায় সূর্যকুমার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ফেব্রুয়ারি ০১ ১৭:০১:২৬
র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন চূড়ায় সূর্যকুমার

বেশ কিছুদিন ধরেই টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে আছেন সূর্যকুমার যাদব। ২০২২ সাল থেকেই দারুণ ফর্মে আছেন তিনি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বোলারদের পিটিয়ে তুলোধুনো করছেন প্রতিনিয়ত। সূর্যকুমারের এমন আগুনে ব্যাটিংয়ের ফলে র‍্যাংকিংয়ে তার অবস্থানও উন্নত হয়েছে ধীরে ধীরে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তো উঠে গেছেন একদম ১ নম্বরেই। এখনও টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষেই আছেন সূর্যকুমার যাদব।

শীর্ষে থাকা অবস্থাতেই আরও এক রেকর্ড গড়লেন তিনি। নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং ৯১০ পয়েন্ট অর্জন করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এই রেটিং দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালের দিকে সর্বোচ্চ ৯১৫ রেটিং অর্জন করেছিলেন ইংল্যান্ডের ডেভিড মালান। চলমান নিউজিল্যান্ড সিরিজে বাকি আছে আরও এক ম্যাচ। সেখানে ভালো কিছু করতে পারলে মালানকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে সূর্যকুমারের সামনে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪৭ রানের মারমুখি এক ইনিংস খেলার পরই সূর্যকুমারের রেটিং বেড়ে ৯১০ হয়। দ্বিতীয় ম্যাচে ধীরগতির ২৬ রানের ইনিংস খেলার ফলে কিছুটা কমে রেটিং এখন ৯০৮। শেষ ম্যাচে দারুণ কিছু করে রেটিং বাড়িয়ে নেওয়ার সুযোগটা তার সামনে থাকছেই।

এছাড়া র‍্যাংকিংয়ের বাকি জায়গাগুলোর মধ্যে বড় বড় লাফ দিয়েছেন কিউই ক্রিকেটাররা। ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন ফিন অ্যালেন। তার সতীর্থ ড্যারিল মিচেল ৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ২৯তম স্থানে।

ভারতের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্সে র‍্যাংকিংয়ে বেশ ভালো রকমের উন্নতি করেছেন মিচেল স্যান্টনার। বোলারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি করে বর্তমানে ৯ম স্থানে আছেন স্যান্টনার। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এগিয়েছেন ৫ ধাপ, আছেন ২৩তম স্থানে।

চোট কাটিয়ে লম্বা সময় মাঠে ফেরা ইংলিশ পেসার জফরা আর্চার ওয়ানডে র‍্যাংকিংয়ে ফিরেছেন। বর্তমানে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে ৩৫তম স্থানে আছেন আর্চার। ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ২৯ ধাপ এগিয়ে বর্তমানে ৪৯তম স্থানে আছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে