ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯

১৪৬’ দিনেই টি-২০তে কোহলির বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন শুবমান গিল

২০২৩ ফেব্রুয়ারি ০২ ১৪:৫০:৫১
১৪৬’ দিনেই টি-২০তে কোহলির বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন শুবমান গিল

পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শতক হাঁকালেন ওপেনার শুবমান গিল। আহমেদাবাদে শতক হাঁকিয়ে টপকে গেছেন বিরাট কোহলিকেও।

শুবমানকে আগে থেকেই ভারত ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দাবি করা হতো। এইতো কদিন আগেই ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিশতক হাঁকালেন। সেই ফর্ম টেনে আনলেন টি-টোয়েন্টিতে। আহমেদাবাদে শেষ ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেছেন।

মাত্র ৫৪ বলেই শতক হাঁকান এ ওপেনার। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৬ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসটি এখন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর। গত বছর এশিয়া কাপে রেকর্ডটি নিজের নামে করেছিলেন কোহলি।

ফর্মহীন কোহলি সেদিন আফগানিস্তানের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের ইনিংস খেলেন। সেই ম্যাচ দিয়ে সেঞ্চুরি খরা কাটে কোহলির। তাঁর ঐ ইনিংসটি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। তবে কোহলির রেকর্ডটি ১৪৬ দিনের মাথায় ভেঙে ফেললেন শুবমান।

রায়না, রোহিত, রাহুল ও কোহলির পরেই এখন টি-টোয়েন্টিতে শতক রয়েছে শুবমানের। এদিন শুধু কোহলির রেকর্ডই ভাঙেননি তিনি, ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে শতক করার রেকর্ডটিও নিজের নামে করে নিয়েছেন।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ বছর ১৫৬ দিনে টি-টোয়েন্টিতে প্রথম শতক হাঁকান। ১৩ বছর পর রায়নার সেই রেকর্ড ভাঙেন শুবমান। নিউজিল্যান্ডের বিপক্ষে যখন শতক করেন তখন গিলের বয়স ২৩ বছর ১৪৬ দিন।

টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন ফ্রান্সের গুস্তাবো ম্যাকন। ২০২২ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর ২৮০ দিন বয়সে শতক হাঁকান তিনি। অবশ্য এই ফরম্যাটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হিসেবে যৌথভাবে রয়েছেন মিলার, রোহিত ও চেক রিপাবলিকের সুরেশ। তিন জনেই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৩৫ বলে

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে