ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

আইপিএল বেশিদিন টিকবে না

২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৫:১৫:৫৬
আইপিএল বেশিদিন টিকবে না

ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগগুলোর মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় আইপিএল।বিশেষ করে বিশ্বের সব নামি দামি তারকা মুখিয়ে থাকে এই জনপ্রিয় লিগ খেলার জন্য। অনেক ক্রিকেটার তো আইপিএলে খেলার জন্য জাতীয় দল ছাড়তেও রাজি। বিশেষ করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ক্রিকেটাররা তাদের কেন্দ্রিয় চুক্তিতে থাকতে চান না। তবে আইপিএলের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্যার ইয়ান বোথাম। নতুন করে আবারও আইপিএলের বিরুদ্ধে মন্তব্য করলেন এই কিংবদন্তি ইংলিশ অল-রাউন্ডার।

আইপিএলের কঠোর সমালোচকদের মধ্যে বোথাম অন্যতম। প্রায়ই তিনি এর সমালোচনা করেন। এবার তিনি টেস্ট ক্রিকেটের সঙ্গে আইপিএলের তুলনা টেনে বলেছেন, ‘ভারত সফরে যান, সেখানে টেস্ট ম্যাচ কেউ দেখতে আসে না, সেখানে ক্রিকেট মানেই আইপিএল। আইপিএলে সবাই প্রচুর অর্থ উপার্জন করছে, এটাও শুনতে বেশ লাগছে। কিন্তু এই আইপিএল কত দিন আবেদন ধরে রাখতে পারবে বলে সবাই মনে করে? টেস্ট ক্রিকেট শতবর্ষ ধরে আবেদন ধরে রেখেছে। কিন্তু আমি নিশ্চিত আইপিএল সেটা পারবে না।’

টেস্ট ক্রিকেটের ঐতিহ্য এখনো ধরে রেখেছে ইংল্যান্ড। সেখানকার মাঠগুলোতে টেস্ট ম্যাচ দেখতে এখনো প্রচুর দর্শক হয়। বোথাম আরও বলেন, 'টেস্ট ক্রিকেট হারিয়ে গেলে ক্রিকেটই দুনিয়া থেকে হারিয়ে যাবে। ক্রিকেট খেলাটাই অর্থহীন হয়ে পড়বে। ক্রিকেটারদের উচিত, বেশি করে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখা। ইংল্যান্ডে আমরা অনেক বেশি ভাগ্যবান। কারণ, এখনো টেস্ট ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি ভরে যায়। অস্ট্রেলিয়াতে যান, সেখানেও ৭০–৮০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখে। এমনটা পৃথিবীর কোথাও পাবেন না।’

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে