ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ১০:১৫:৫৬
ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর সেই ভারতেই এবার উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের পর আরও বড় পরিসরে উইমেনস প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএল নামে নারীদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু করছে ভারত। নারী আইপিএল হিসেবে আখ্যা পাওয়া এই টুর্নামেন্টের নিলামে ডাক পেয়েছেন বাংলাদেশের ৯ নারী ক্রিকেটার।

তারা হলেন- সালমা খাতুন, রুমানা আহমেদ, নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মণি ও সোবহানা মোস্তারি।

আগামী মার্চে অনুষ্ঠিতব্য ডব্লিউপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। সেই নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। এই ক্যাটাগরিতে কোনো বাংলাদেশি না থাকলেও দ্বিতীয় সর্বোচ্চ ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন দেশের অভিজ্ঞ দুই ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদ।

এছাড়া নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মণি ও সোবহানা মোস্তারি ৩০ লাখ টাকা এবং তরুণ ক্রিকেটার স্বর্ণা আক্তার ২০ লাখ টাকা রুপির ক্যাটাগরিতে নিলামে উঠবেন।

ডব্লিউপিএলের নিলামে সর্বোচ্চ ৯০ জন ক্রিকেটার দল পাবেন। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ১২ কোটি রুপি পর্যন্ত খরচ করার সুযোগ পাবে, কিনতে পারবে ১৫ থেকে ১৮ জন খেলোয়াড়। পাঁচ দলের একেকটি স্কোয়াডে ৫ জনের বেশি বিদেশি ক্রিকেটার রাখা যাবে না।

প্রসঙ্গত, নিলামে মোট ২৪৩ জন ভারতীয় ও ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে