ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

সাকিব বা তামিম নয় এবার বিশ্ব রেকর্ড গড়লো মিরপুর স্টেডিয়াম

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ২১:৩৯:৫৪
সাকিব বা তামিম নয় এবার বিশ্ব রেকর্ড গড়লো মিরপুর স্টেডিয়াম

বাংলাদেশের এখন সবচেয়ে ব্যস্ত স্টেডিয়াম হলো মিরপুর। বাংলাদেশের বললো হয়তো কম বলা হবে বিশ্ব ক্রিকেটের অন্যতম ব্যস্ত স্টেডিয়াম গুলোর মধ্যে মিরপুর একটা। বাংলাদেশের ক্রিকেটের পালাবদলের জন্য ২০০৬ সালে নির্মিত হয় মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। এর আগে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্টেডিয়াম বলতে ছিল গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম।

২০০৬ সালে মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পর থেকে বাংলাদেশ ক্রিকেটের তীর্থস্থান হয়ে গেছে মাঠটি। নিয়মিত ক্রিকেটে সবচেয়ে ব্যস্ততম স্টেডিয়াম হয়ে দাঁড়ায় মিরপুরের এই হোম অব ক্রিকেট।

বয়স বেশি না হলেও এবার স্টেডিয়ামটি অনন্য এক উচ্চতায় উঠেছে। প্রথম স্টেডিয়াম হিসেবে এক ভেন্যুতে সর্বোচ্চ ৪০০ টি-টোয়েন্টি খেলা স্টেডিয়াম হলো মিরপুরের হোম অব ক্রিকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ আয়োজনের মাধ্যমে ৪০০ এর চূড়ায় উঠেছে মিরপুর।

এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে বেশ বেশ এগিয়ে মিরপুর। দুবাইয়ের স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত ২০৮টি ম্যাচ আয়োজিত হয়েছে। ১৯২টি ম্যাচ পিছিয়ে দুবাইয়ের স্টেডিয়ামটি। ফলে সহসাই ভাঙা সম্ভব হবে না মিরপুরের এই রেকর্ড।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে