ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯

আর্জেন্টিনাকে গোল বন্যায় ভাসালো ব্রাজিল

২০২৩ মার্চ ১৭ ১৫:৪০:৩৩
আর্জেন্টিনাকে গোল বন্যায় ভাসালো ব্রাজিল

সারা বিশ্বে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থক সবচেয়ে বেশি। ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ মানেই চারে দিকে বাড়তি উত্তেজনা। হোক সেটি প্রীতি ম্যাচ কিংবা বিশ্বমঞ্চের লড়াই। ব্রাজিল-আর্জেন্টিনার এল ক্লাসিকো ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন ফুটবল প্রেমীরা। বৃহস্পতিবার কনমেবল বিচ সকার কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এ ম্যাচে আর্জেন্টিনার জালে গুনে গুনে আটটি গোল করে ব্রাজিল। তবে আলবিসেলেস্তেরা দুইটির বেশি গোল শোধ করতে পারেনি।

অবশ্য দুই দল একই গ্রুপে খেললেও শেষ চারের টিকিট নিশ্চিত হয়েছে স্বাগতিক আর্জেন্টিনা ও ব্রাজিলের।

এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর রোববার স্বাগতিক আর্জেন্টিনা নামবে কলম্বিয়ার বিপক্ষে।

এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ১৩-০ গোলে হারায় দুইবারের কনমেবল বিচ সকার কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। এছাড়াও ব্রাজিল গ্রুপ পর্বের অপর দুই ম্যাচে পেরুকে ৮-৩ ও উরুগুয়েকে ৬-২ গোলে হারায়।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে