ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুশফিক ভাইয়ের সেঞ্চুরি ছিল দেখার মতো : লিটন দাস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ মার্চ ২১ ১০:৪০:২৬
মুশফিক ভাইয়ের সেঞ্চুরি ছিল দেখার মতো : লিটন দাস

গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। অবশ্য মুশফিক যে সময়ে নামার পর সেঞ্চুরি করেছেন, আগে ওই সময়ে নেমে এর আগে কেউ তা করেনওনি। নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ৩৪তম ওভারের দ্বিতীয় বলে।

৩৩ ওভারের পর ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার মুশফিকই। দলের বড় সংগ্রহ গড়ার ক্ষেত্রে এরকম ইনিংসই পার্থক্য গড়ে দেয় বলে মনে করেন লিটন, “মুশফিক ভাইয়ের শুধু আজকের ইনিংসই না, শেষ ম্যাচের ইনিংসটিও যদি দেখেন, আমার মনে হয় অসাধারণ ছিল”

“যদিও রান বেশি না, ৪০-র বেশি ছিল (২৬ বলে ৪৪)। ৩০০-র বেশি রান করার ক্ষেত্রে এরকম ইনিংসই বড় ব্যবধান গড়ে দেয়। আজকের ইনিংসটি তো পুরো ম্যাচই বদলে দিয়েছে। ম্যাচটি (পুরো) হলে ভালো লাগতো। কিন্তু এটি তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই।”

তাঁর চোখে এক্ষেত্রে ‘প্রথম’ মুশফিকই, “সত্যি কথা বলতে আমি যতদিন ধরে খেলছি, বাংলাদেশের কোনো খেলোয়াড়কে শেষ দিকে গিয়ে এভাবে ১০০ করতে দেখিনি। যখন দল থেকে কেউ এরকম একটি সেঞ্চুরি করে, দেখলে অনেক ভালো লাগে। সিনিয়রদের কেউ করলে তা আরো ভালো লাগে।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে