ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যে কারনে ঢাকায় ফিরলেন আফিফ হোসেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ মার্চ ২১ ১৫:৫২:১৩
যে কারনে ঢাকায় ফিরলেন আফিফ হোসেন

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দল থেকে ছেড়ে দেয়া হয়েছে দলের অন্যতম তারকা ক্রিকেটার আফিফ হোসেনকে। মুলত তৃতীয় ওয়ানডেতে দলের পরিকল্পনায় না থাকায় তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

আফিফ ঢাকায় ফিরে বাংলদেশের অন্যতম ঘরোয়া আসর তার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল আবাহনী লিমিটেডের সঙ্গে যোগ দেবেন। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তার মাঠে নামার কথা রয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা হয়নি তার। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিন ওয়ানডেতেই খেলেছিলেন আফিফ।

তিন ম্যাচে যথাক্রমে করেছিলেন ৯,২৩ ও ১৫ রান। এমন পারফরম্যান্সের কারণেই তার একাদশে জায়গা হয়নি বলে ধারণা করা হচ্ছে। এদিকে আয়ারল্যান্ড সিরিজে আগে ডিপিএলে একটি ম্যাচ খেলেছিলেন আফিফ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে