ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

শেষ হলো লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

২০২৩ মার্চ ২১ ২০:৫৫:৪৯
শেষ হলো লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

চলছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে চিরাগ জানি এবং এবং পারভেজ হোসেন ইমনের হাফ সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নকে তিন উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে ২৯৯ রান করেও হারতে হয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ ওভারেই অধিনায়ক মিজানুর রহমানের উইকেট হারায় আল আমিন হোসেন। ২১ বলে ২০ রান করে উইকেটরক্ষক ইরফান শুক্কুরকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

তারপর সাব্বির হোসেনকে সঙ্গে নিয়ে ৮০ রানের জুটি গড়েন তানজিদ। এই জুটি ভাঙেন চিরাগ। তার বলে উইকেটরক্ষক ইরফানকে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির। ফেরার আগে করেন ৩৭ রান।

তারপর আনিসুল ইসলামকে সঙ্গে নিয়ে রান বাড়াতে থাকেন তানজিদ। যদিও বেশিদূর এগিয়ে যেতে পারেননি আনিসুল। সোহাগ গাজীর বলে উইকেটের পেছনে ইরফানকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। ফেরার আগে করেন ৩৫ বলে ২৮ রান।

দলীয় ১৮১ রানে তিন উইকেট হারানো দলটি ২৬৮ রানে গিয়ে নিজেদের চতুর্থ উইকেট হারায়। ততক্ষণে সেঞ্চুরি তুলে নেন তানজিদ। কিন্তু দেড়শ রানের পথে থাকা অবস্থায় তাকে বোল্ড করে ফেরান মাশরাফি বিন মুর্তজা।

ফেরার আগে ১৪২ বলে ১৪টি চার ও চারটি ছক্কায় ১৪২ রান তোলেন তানজিদ। শেষদিকে মাইশুকুর রহমানের ৪৯ বলে খেলা ৫৩ রানের ইনিংসে বড় সংগ্রহ গড়ে ব্রাদার্স। রূপগঞ্জের হয়ে ৪৭ রান খরচায় দুই উইকেট নেন চিরাগ।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানে মুনিম শাহরিয়ারের উইকেট হারায় রূপগঞ্জ। ১৬ বলে ১০ রান করা এই ওপেনারকে ফিরিয়েছেন সঞ্জিত সাহা। তারপর ৮৩ রানের জুটি গড়েন ইমন এবং সাব্বির রহমান।

৪৩ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৬৬ রান তুলে সাব্বির হোসেনের বলে উইকেটরক্ষক জাহিদুজ্জামান খানকে ক্যাচ ফিরে যান ইমন। এর কিছুক্ষণ পর সাব্বির হোসেনের শিকার হন ৪৩ বলে ৩৪ রান করা সাব্বির।

তারপর ৯৯ রানের জুটি গড়েন চিরাগ এবং ইরফান। এই জুটিই ম্যাচের সুর বদলে দেয়। ৬৯ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ইরফান। আর চিরাগের ব্যাটে আসে ৮৪ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৯৪ রানের ইনিংস।

এ ছাড়া শেষদিকে ২৬ বলে ১৩ রান করেন তানবির হায়দার। ৯ বলে ১৩ রান করে ৪৮.৪ ওভারের মধ্যেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহাগ গাজী। ব্রাদার্সের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন সাব্বির হোসেন এবং রাহাতুল ফেরদৌস।

এই ম্যাচে দল জিতলেও পুরোপুরি ব্যর্থ ছিলেন রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি। ব্যাট হাতে গোল্ডেন ডাক এবং বল হাতে দশ ওভারে ৬৯ রান খরচায় এক উইকেট নেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে