ঢাকা, শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

কলকাতার একাদশে সুযোগ পেতে নারিনের বিধ্বংসী পারফরমেন্স

২০২৩ মার্চ ২২ ১৫:৪২:২০
কলকাতার একাদশে সুযোগ পেতে নারিনের বিধ্বংসী পারফরমেন্স

রেকর্ড করা যেন নিজেদের অভ্যাসে পরিণত করে ফেলেছেন উইন্ডিজ ক্রিকেটাররা। কখনো ছয় বলে ছয় ছক্কা মারেন কখনো টি টোয়েন্টিতে মেইডেন এর পর মেইডেন দেন, আন্ডারডগ হয়েও বিশ্বকাপ জেতেন আবার বিশ্বকাপের হট ফেভারিট হয়েও মূল পর্বে উঠতে ই ব্যর্থ হন।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মানেই আনপ্রেক্টিবিলিটি। আর তাদের এই আনপ্রেডিকটেবিলিটিই তাদের টি-টোয়েন্টির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের তালিকায় নিয়ে এসেছে। সাম্প্রতিক সময় উইন্ডিজ ক্রিকেটার সুনীল নারিন ঘরওয়ালীগের একটি তিনদিনের ম্যাচে ৭টি মেইডেন দিয়ে সাতটি উইকেট শিকার করেন। এই সাত উইকেট নিতে সুনীল নারিন খরচ করেছেন মাত্র শূন্য রান।

অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কিংবা শীর্ষ স্তরের কোনো ক্রিকেট ম্যাচ হলে ইতিমধ্যেই গিনিসবুকে নাম চলে যেত এই উইন্ডিজ তারকার। তবে সবচেয়ে মজার কথা হলো একটি ফ্লাইট মিস করার কারণে এই ম্যাচটি খেলা হয়েছে নারিনের। অর্থাৎ কোনো রকম প্রস্তুতি ছাড়াই এই অতিমানবীয় পারফরমেন্স করে দেখিয়েছেন এই মিস্ট্রি স্পিনার। সুনীল নারিনের ক্রিকেটীয় এবং মানসিক দৃঢ়তা এবং তার এই পারফরম্যান্সের ইম্প্যাক্ট আইপিএলে কতটা সুদূরপ্রসারী হবে এসব নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই সেগমেন্টে...

বিস্তারিতনিউজ ভিডিওতে

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে