ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাজে সময়ে মানুষ চিনেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ মার্চ ২৩ ১৭:০৯:৪৪
বাজে সময়ে মানুষ চিনেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো

বিশ্বকাপের পর দলই পাচ্ছিলেন রোনালদো। প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে নেয়নি। বয়সটা ৩৮। ফর্মটা পড়তির দিকে। তবে হাল ছাড়ার পাত্র নন রোনালদো। ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়ে শুরুর সময়টা তিনি বিদ্রুপ আর ফর্ম-হীনতায় কাটান।

ধীরে ধীরে নিজের ছন্দে ফিরেছেন। তার মাঝেই বিরতি দিয়ে দেশের জার্সিতে খেলার ডাক পড়েছে জনপ্রিয় এই তারকার। আর এত দিন পর এসে ক্যারিয়ারের সেই খারাপ সময় নিয়ে মুখ খুললেন রোনালদো।

ভুলে যাবার মতো সময়ের কথা স্বীকার করে রোনালদো বলেছেন, ‘কে তোমার পাশে আছে, সেটা দেখার জন্য এমন পরিস্থিতির মধ্য দিয়ে মাঝেমধ্যে যেতে হয়। কঠিন সময়েই বোঝা যায় কে পাশে আছে। বলতে কোনো দ্বিধা নেই, ক্যারিয়ারে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি, এ নিয়ে অনুশোচনা নেই। জীবন চলে যায়, ভালো খারাপ যাই করি, আর এটা আমার অভিযাত্রার একটা অংশ।’

ক্লাব বদল নিয়েও কম কথা শুনতে হয়নি তাকে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, য়্যুভেন্তাস মাতানো তারকা নাকি দল পাচ্ছিলেন না। সেটা নিয়ে হয়েছিল নানা সমলোচনা। সেটার উত্তর দিয়েছেন রোনালদো। বলেন, ‘পাহাড়ের ওপর থেকে অনেক সময় বোঝা যায় না যে, নিচে কী আছে। আমি এখন আগের চেয়ে বেশি প্রস্তুত, এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক মাসে যা ঘটেছে, এমন কিছু আমার সঙ্গে কখনো ঘটেনি। এটা আমাকে আরও ভালো মানুষও বানিয়েছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে