ঢাকা, শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

২০২৩ মার্চ ২৭ ১২:৩৬:৪২
টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদিকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল সোমবার থেকে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। এই সিরিজে টিম সাউদিকে পিছনে ফেলতে পারেন সাকিব।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে মাত্র ৪ উইকেট দরকার বাংলাদেশের অধিনায়কের। ১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

দ্বিতীয়স্থানে থাকা বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব ১১২ ম্যাচের ১১০ ইনিংসে শিকার করেছেন ১৩১ উইকেট। ৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে