ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আউট হওয়ার পর তাসকিনকে যা বলেছিলেন লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ মার্চ ২৭ ২১:২৯:৩৮
আউট হওয়ার পর তাসকিনকে যা বলেছিলেন লিটন

এর ঠিক পরদিনই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চার-ছক্কার ফুলঝুরিতে ঝড়ের বেগে রান তুলেছেন লিটন দাস-রনি তালুকদাররা। পাওয়ার প্লেতে এই দুই ওপেনারের ব্যাটে তুলেছে ৮১ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে বাংলাদেশের এটাই সর্বোচ্চ রানের রেকর্ড।

শেষ পর্যন্ত পাওয়ার ক্রিকেট খেলে এই ম্যাচে বাংলাদেশ ১৯.২ ওভারে ২০৭ রান সংগ্রহ করেছে। এরপর বৃষ্টির বাঁধায় আইরিশদের লক্ষ্য দাঁড়িয়েছিল ৮ ওভারে ১০৮ রানের। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড থেমেছে ৮১ রানে। ম্যাচ শেষে তাসকিন আহমেদ জানিয়েছেন, রনি-লিটনদের অনুপ্রেরণাও ছিলেন ডি কক-হেনড্রিকস।

তিনি বলেন, 'খুবই ভালো লাগছিল। কারণ গতকাল যখন ৬ ওভারে ১০০ দেখেছি সাউথ আফ্রিকার খেলায় তো আমরাও ভাবছিলাম এরকম কিছু হতে যাচ্ছে নাকি। লিটন আউট হয়ে আসার পরে আমি বললাম, ‘কিরে, তুই কি কালকের (সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ) ম্যাচ দেখে এরকম পিটাচ্ছিলি?’

তাসকিনের প্রশ্নের জবাবে লিটন বলেছেন, ‘ওরা পারলে আমরাও পারবো।’ লিটন-রনিদের ব্যাটিংয়ের প্রশংসা করে তাসকিন বলেছেন, 'সুতরাং এটা ইতিবাচক দিক, আমরাও উপভোগ করছিলাম। মাশাআল্লাহ এরকম ব্র্যান্ড অব ক্রিকেট খেললে ভালো কিছু হবে।'

জনসন চার্লসের ১১৮ রানের ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ২৫৮ রানে। জবাবে খেলতে নেমে ডি কক-হ্যান্ডরিক্সরা ওপেনিং জুটিতেই তুলেছিলেন ১৫২ রান। লিটন-রনিরা অবশ্য এতো দূর যেতে পারেননি। বাংলাদেশের ওপেনিং জুটি থেমেছে ৯১ রানে। তাও সেটা মত্র ৭.১ ওভারে। এমন জুটিরও তাই প্রশংসা প্রাপ্যই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে