ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রনি ও লিটনের ২০০+ স্ট্রাইক রেটের ব্যাটিং ঝড়ে আয়ারল্যান্ডকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ মার্চ ২৯ ১৭:০১:৩৯
রনি ও লিটনের ২০০+ স্ট্রাইক রেটের ব্যাটিং ঝড়ে আয়ারল্যান্ডকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ

এই ম্যাচেও টস জিতেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। আর টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। দলে পরিবর্তন আনেনি বাংলাদেশ। এদিকে এই ম্যাচের টসের পরই ঝড় শুরু হয়েছে চট্টগ্রামে।

দ্বিতীয় ম্যাচের একাদশে কোনো পরিবর্তন নেই। অভিষেকের অপেক্ষা বাড়ল জাকের আলী ও রিশাদ হোসেনের।একটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় খেলছেন ফিওন হ্যান্ড।

বাংলাদেশের ইনিংস বিবরণ:

টানা দ্বিতীয় ফিফটি না পেলেও রনি খেললেন আরেকটি ঝোড়ো ইনিংস। বেন হোয়াইটকে তুলে মারতে গিয়ে লং অনে ধরা পড়েছেন, লিটনের সঙ্গে তাঁর ওপেনিং জুটিতে এর আগে উঠেছে ১২৪ রান।

ছেড়ে দিলে নিশ্চিতভাবেই হতো ওয়াইড। লিটন তাড়া করতে গেলেন সেটিই। বেন হোয়াইটের সে বলেই আউটসাইড-এজড হয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হলো লিটনকে। ৪১ বলে ৮৩ রানেই থামলেন লিটন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিটি দেখা হলো না তাই। ১৩ বলে ২৪ রান করেন তাওহিদ হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান। ২৪ বলে ৩৮ রানে ব্যাট করছেন সাকিব ও ১ বলে ২ রানে ব্যাট করছেন শান্ত।

টার্গেট: ২০৩ রানের বিশাল টার্গেট দিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে