ঢাকা, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

৩য় টি-২০ ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

২০২৩ মার্চ ৩১ ১৩:৫০:৪৮
৩য় টি-২০ ম্যাচে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুইটি ম্যাচ। দুই ম্যাচেই আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ শুক্রবার (৩১ মার্চ)।

শেষ ম্যাচে এসে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চট্টগ্রামের আকাশ মেঘলা আজও, যদিও বাতাস আগের দিনের চেয়ে তুলনামূলক কম। নির্ধারিত সময়েই হয়েছে টস। আগেই সিরিজ জেতা বাংলাদেশের লক্ষ্য এবার আয়ারল্যান্ডকে ধবলধোলাই।

আন্তর্জাতিক অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। তাঁকে জায়গা করে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলামও, মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন তিনি।

আয়ারল্যান্ডের একাদশেও এক পরিবর্তন। আজ অভিষেক হচ্ছে আরেক স্পিনারের। আয়ারল্যান্ড দলে খেলছেন বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিস। তাঁকে জায়গা করে দিয়েছেন গ্রাহাম হিউম।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে