ঢাকা, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: সিরিজ সেরা ক্রিকেটারের নাম ঘোষণা

২০২৩ মার্চ ৩১ ১৯:৫০:১২
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: সিরিজ সেরা ক্রিকেটারের নাম ঘোষণা

আজ শেষ হয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। প্রথম দুই ম্যাচ দাপটের সাথে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচ ছিল শুধু নিয়ম রক্ষার। তবে শেষ ম্যাচে দাপটের সাথে জয় তুলে নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। ফলে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। মারকুটে এক ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দিয়েছেন পল স্টার্লিং। যার ফলে আইরিশ অধিনায়ক হয়েছেন শেষ টি-২০র ম্যাচসেরা। দল হারলেও পুরো সিরিজে দারুণ বোলিংয়ের সুবাদে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। ৩ ম্যাচে মোট ৮টি উইকেট নিয়েছেন তিনি।

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে বাংলাদেশকে মাত্র ১২৪ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে আয়ারল্যান্ড। আইরিশদের রান তাড়া সহজ করে দেন অধিনায়ক স্টার্লিং। ৪১ বলে ১০ চার আর ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলে তিনি হন ম্যাচসেরা।

এদিকে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। তার ইকোনমি ৭.১০। সেরা বোলিং ছিল ১৬ রানে ৪ উইকেট।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে