ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কমেছে সোনার দাম, বাড়তে পারে ডলারের দাম

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ এপ্রিল ২০ ১৪:৫৮:৪০
কমেছে সোনার দাম, বাড়তে পারে ডলারের দাম

এতে বলা হয়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৯২ ডলার ২৩ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০০৪ ডলারে।

আগের কার্যদিবসে (বুধবার) সোনার ব্যাপক দরপতন ঘটে। গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে যায় দামি ধাতুটির দাম।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, সবশেষ কর্মদিবসে সোনার দাম ১৯৮০ ডলারের নিচে নেমে গেছিল। এ পরিস্থিতিতে ছাড় দেওয়া পরিহার করেন বিনিয়োগকারীরা। ফলে বর্তমান অবস্থায় এসেছে সোনা।

তিনি আরো বলেন, আসন্ন বৈঠকে সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। বুলিয়ন মার্কেটে যার ইতিবাচক প্রভাব পড়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে