ঢাকা, শুক্রবার, ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

আইপিএলের আগামী আসরে যে পাঁচ ক্রিকেটারে বাড়তি নজর রাখবে কলকাতার

২০২৩ মে ২৪ ২০:৪১:০৩
আইপিএলের আগামী আসরে যে পাঁচ ক্রিকেটারে বাড়তি নজর রাখবে কলকাতার

আইপিএলের এবারের আসরে ব্যাটে-বলে বাজে পারফরম্যান্স করে আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে শেষ করেছে কেকেআর। চলতি এই আইপিএলে কেকেআরের জার্সিতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন, যার প্রভাব পড়ে দলের পারফরম্যান্সেও। আগামী মৌসুমে আইপিএলে ভালো কিছু করার লক্ষ্যে দলে ব্যাপক পরিবর্তন আনবে কেকেআর।

আইপিএলে শক্তিশালী দল গড়তে হলে লম্বা সময় নিয়ে পরিকল্পনা করতে হয় টিম ম্যানেজমেন্টকে। আগামী আইপিএলে কলকাতা যদি বড় চমক দেখাতে চায় সেক্ষেত্রে তাদেরও আগে থেকেই দলকে কেন্দ্র করে পরিকল্পনা সাজাতে হবে। আগামী মৌসুমে এমন পাঁচ ক্রিকেটার রয়েছে যাদের দিকে আলাদা নজর থাকতে পারে কলকাতার। সেই পাঁচ ক্রিকেটার হলেন-

হেনরিক ক্লাসেন : উইকেটরক্ষক ব্যাটার হিসেবে চলতি মৌসুমে সর্বাধিক রান সংগ্রাহক ক্লাসে। ১৭৭ এরও বেশি স্ট্রাইক রেটে ১২ ম্যাচে ৫০ এর কাছাকাছি ব্যাটিং গড়ে ৪৪৮ রান করেছেন তিনি। কলকাতায় গুরবাজ থাকলেও ক্লাসেনের আন্তর্জাতিক অভিজ্ঞতা বেশি। হায়দরাবাদের দলীয় পারফরম্যান্সে ক্লাসেন হয়তো সেই দলে থাকতে না চাইতে পারেন, সেক্ষেত্রে কেকেআর থেকে প্রস্তাব পেলে সেটি তিনি গ্রহণ করতেও পারেন।

ফিল সল্ট : দল হিসেবে দিল্লি ক্যাপিটালস বাজে মৌসুম কাটালেও ব্যতিক্রম ছিলেন ফিল সল্ট। ৯ ম্যাচে প্রায় ১৬৪ স্ট্রাইক রেটে ২৭ এর বেশি ব্যাটিং গড়ে ২১৮ রান করেছেন সল্ট। ইনিংসের শুরুতেই দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে এই ক্রিকেটারও। বয়সও খুব বেশি না হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সল্টের দিকে নজর থাকতে পারে কলকাতার।

মায়াঙক মারখান্ডে : চলতি মৌসুমে বাজে পারফরম্যান্স করা সুনীল নারাইনকে আগামী মৌসুমে কলকাতার জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তার পরিবর্তে কলকাতা নজর রাখতে পারে মারখান্ডের ওপর। চলমান আইপিএলে হায়দরাবাদের হয়ে ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। সেরা পারফরম্যান্স ১৫ রানে ৪ উইকেট। আইপিএলের সব আসর মিলিয়ে ৩০ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন তিনি।

শাহরুখ খান : স্লগ ওভারে দ্রুত রান তোলার দারুণ ক্ষমতা রয়েছে শাহরুখ খানের। পাঞ্জাব কিংসের হয়ে ১৩ টি ইনিংসে মাত্র ১৫৬ রান করলেও ৬ বার অপরাজিত ছিলেন তিনি। কলকাতার রিঙ্কুর সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও তিনি মারকুটে ব্যাটার হিসেবেই পরিচিত।

মিচেল মার্শ : এবারের আইপিএলে তেমন পারফরম্যান্স করতে না পারলেও অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অলরাউন্ডার যে কোনো দিন ম্যাচের রং বদলে দেয়ার সামর্থ্য রাখেন। এবারের আইপিএলে ৯ ম্যাচে ১২৮ রান করেছেন তিনি, নিয়েছেন ১২ উইকেট। রাসেলের আদর্শ বিকল্প হতে পারেন জুনিয়র মার্শ। ফিট থাকলে ব্যাট এবং বল হাতে পার্থক্য গড়ে দিতে পারেন এই অজি ক্রিকেটার।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে