ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত, নতুন অধিনায়কের তালিকায় ৩ তারকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ মে ২৮ ১২:১৭:৫৬
অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত, নতুন অধিনায়কের তালিকায় ৩ তারকা

আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স মুখোমুখি হয়েছিল যেখানে গুজরাতকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় চেন্নাই। অন্যদিকে এলিমিনেটরে লখনৌকে পরাজিত করে মুম্বই দল পৌঁছে গিয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে। তবে, গুজরাতের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএল ইতিহাসের সবথেকে সফল অধিনায়ক এবছর একেবারেই ফর্মে নেই। গত ৪ বছর ধরে রোহিতের পারফরমেন্সের উপর বেশ প্রভাব পড়েছে। এবছর আইপিএলে তিনি ১৬ ম্যাচে ২০.৭৫ গড়ে ৩৩২ রান বানিয়েছেন। তার এই পারফরমেন্সের পর আগামী বছর মুম্বই দলের হয়ে তাকে খেলতে দেখা যাবে কিনা সময় ই বলবে। তবে, মুম্বই দলে রয়েছে ৩ জন এমন প্লেয়ার যারা রোহিতের বদলে হতে পারে মুম্বই দলের ক্যাপ্টেন।

১. সূর্যকুমার যাদব

এই তালিকায় সবার উপরে আছেন সূর্য কুমার যাদব। ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমানে এক নম্বর ব্যাটসম্যান হলে সূর্যকুমার যাদব। এই আইপিএল এ বেশ দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে সূর্যকে। মুম্বাইয়ের সাফল্যের পিছনে অন্যতম হাত তার ই। এমনকি এই বছর আইপিএলে তিনি দ্বিতীয় মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান হিসেবে ৬০০ রান পূর্ণ করেছেন , এর আগে শচীন তেন্ডুলকরই এই সাফল্য অর্জন করতে পেরেছিলেন।

তিনি রোহিত শর্মার বদলে মুম্বাই দলের দায়িত্ব গ্রহণ করতে পারেন। অবশ্যই এ বছর তিনি সহ অধিনায়ক এর ভূমিকা পালন করেছেন। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে একটি ম্যাচে অধিনায়ক হিসাবেও দেখা গিয়েছে। তাকে আগামী দিনে রোহিতের পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। তিনি অধিনায়ক হিসাবে মুম্বইয়ের ঘরোয়া দলকেও নেতৃত্ব দিয়েছেন। এই আইপিএলে তিনি ৪৩.২১ গড়ে ৬০৫ রান বানিয়েছেন এবং তার স্টাইক রেট ছিল ১৮১।

২. জাসপ্রীত বুমরাহ

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জাসপ্রীত বুমরাহ। ভারতীয় দলের প্রমুখ বলার হলেন বুমরাহ। পাশাপাশি, মুম্বই ইন্ডিয়ান্সের সফলতার পিছনে রয়েছেন তিনি। তিনি আগামী দিনে রোহিতের পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দিতে পারেন। তিনি ভারতীয় দলের হয়েও নেতৃত্ব দিয়ে ফেলেছেন, যদিও মুম্বই দলের হয়ে অধিনায়কত্বের সুযোগ পাননি। মুম্বই দলের হয়ে গতবছর সর্বাধিক উইকেট পেয়েছিলেন তিনি এমনকি শেষ কয়েক বছরের কথা বলতে গেলে কেবলমাত্র রশিদ খান তার থেকে বেশি উইকেট নিয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা করোনা আক্রান্ত থাকার জন্য ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন বুমরাহ। যদিও দলগত ভাবে দুরন্ত পার্ফর্মেশন দেখিয়ে ভারতকে পরাজিত করেছিল ইংল্যান্ড দল। ১২০ টি আইপিএল ম্যাচে তিনি ১৪৫ টি উইকেট নিয়েছেন এবং তার ইকোনোমি মাত্র ৭.৪। রোহিতের পরিবর্তে তিনি হতে পারেন দলের ভরসাযোগ্য ক্যাপ্টেন।

৩. ক্যামেরন গ্রিন

এবছর রেকর্ড মূল্যে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন ক্যামেরন গ্রিন। দলের হয়ে জিতিয়েছেন বেশ কয়েকটি ম্যাচ, আগামী দিন গুলিতে তিনি মুম্বই দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আপাতত এবছর মুম্বইয়ের হয়ে খেলে ফেলেছেন ১৬টি ম্যাচ এবং বানিয়েছেন ৪৫২ রান এবং তার গড় ৫০.২২ এমনকি ১৬০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। শুধু মুম্বই দলের হয়ে নয় ,

আগামী দিনে অস্ট্রেলিয়া দলের হয়ে অধিনয়ক হওয়ার যোগ্য দাবিদার হলেন তিনি। পাশাপাশি তিনি মুম্বই দলের হয়ে অধিনায়কত্ব করতে পারেন। এবছর তিনি দলের হয়ে বেশ স্বভাবসিদ্ধ ব্যাটিং করেছেন এবং নিজের ক্ষমতায় প্রতিপক্ষ থেকে জয় চিনিউয়ে নিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে