ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০

আকাশে আশঙ্কার কালো মেঘ! আদৌ হবে তো আইপিএল ফাইনাল?

২০২৩ মে ২৮ ১৬:২১:২৫
আকাশে আশঙ্কার কালো মেঘ! আদৌ হবে তো আইপিএল ফাইনাল?

আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট বনাম মুম্বাই ম্যাচ শুরু হতে আধা ঘণ্টা দেরি হয় বৃষ্টির কারণে। আর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবারও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ সন্ধ্যার পরে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। বজ্রপাত হতে পারে। আইপিএল ফাইনাল ব্যাহত হতে পারে। ওভার কমিয়ে পূর্ণাঙ্গ খেলা হবে কিনা সংশয় রয়েছে।

স্থানীয় আবহাওয়া বিভাগও ৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। ঘণ্টা দুয়েক বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ, বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলেও, আহমেদাবাদের আধুনিক ড্রেনেজ ব্যবস্থার কারণে ম্যাচ হারার সম্ভাবনা কম।

প্রসঙ্গত, ফাইনালে সিএসকে ও গুজরাটের কলম শক্তির দিকে তাকালে ব্যাটিং বিভাগে সমান হলেও বোলিংয়ে গুজরাট কিছুটা এগিয়ে। তবে ধোনির বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং ফাইনাল খেলার কারিশমা আছে। ফলে আহমেদাবাদের ফাইনালকে ৫০-৫০ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবং এখনও আরেকটি তীক্ষ্ণ নিঃশ্বাস, ক্রিকেট ভক্তরা স্মরণীয় ফাইনালের সাক্ষী হওয়ার জন্য উন্মুখ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ - ঋতুরাজ গায়কওয়াড়, ডিওন কনওয়ে, অজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থাকসানা। প্রভাবশালী খেলোয়াড় - মাথিসা পাথিরানা, মিচেল স্যান্টনার, আকাশ সিং।

গুজরাট টাইটানস সম্ভাব্য একাদশ: শিবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ড্য (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল টিওটিয়া, মোহিত শর্মা, রশিদ খান, মোহাম্মদ শামি, নুর আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার- জোশুয়া লিটল, কেএল ভরত, অভিনব মনোহর, সাই কিশোর।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে