ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০

অবশেষে জানা গেল পিএসজি ছেড়ে নতুন করে যে ক্লাবে নাম লেখাচ্ছেন মেসি

২০২৩ জুন ০৭ ২২:২৫:১২
অবশেষে জানা গেল পিএসজি ছেড়ে নতুন করে যে ক্লাবে নাম লেখাচ্ছেন মেসি

এমনকি খেলা ছাড়ার পর নাকি এমএলএসের একটি ক্লাবের মালিকানাও দেয়া হবে তাকে! -এমন প্রস্তাবের পর আল হিলালের ১ বিলিয়ন ইউরোর প্রস্তাবও যৎসামান্যই মনে হচ্ছিল। এমন সিদ্ধান্ত ন্যেছে বিশ্বকাপ জয়ী ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

এরই মধ্যে নতুন করে বোমা ফাটিয়েছেন স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ। তিনি জানিয়েছেন, ইন্টার মিয়ামির প্রস্তাবে সম্মত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তাই বার্সেলোনা বা আল হিলাল নয়, মেসির পরবর্তী গন্তব্য হচ্ছে এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামি।

বুধবার (৭ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে এক টুইটে তিনি এই খবর জানান। তিনি লিখেছেন, 'মেসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার গন্তব্য: ইন্টার মিয়ামি।'

এর আগে দ্য অ্যাথলেটিক জানিয়েছিল, আর্জেন্টাইন অধিনায়ককে ইন্টার মিয়ামিতে ভেড়াতে এমএলএস এবং অ্যাপল মেসিকে আয়ের একটি অংশ দেয়ার বিষয়ে আলোচনা করেছে, যা নতুন গ্রাহকরা তাদের স্ট্রিমিং প্যাকেজ এবং এমএলএস সিজন সাইন আপ করলে তার লভ্যাংশ পাবেন তিনি। অ্যাডিডাস মেসির সঙ্গে তাদের মুনাফার একটা হিস্যা ভাগাভাগি চুক্তির প্রস্তাব দিচ্ছে বলেও জানা গেছে।

বালাগের এই টুইটের পর নতুন করে বাড়ল রহস্য। শেষমেশ কোথায় যাচ্ছেন মেসি? -উত্তরটা শুধু তিনিই দিতে পারবেন।

পাঠকের মতামত:

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর



রে