ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

ঘুরে দাড়াতে পারবে কি বাংলাদেশ ৫ উইকেটে দেখুন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৯:৪৪:৩৩
ঘুরে দাড়াতে পারবে কি বাংলাদেশ ৫ উইকেটে দেখুন সর্বশেষ স্কোর

নিউজিল্যান্ডের ২৫৪ রান তাড়ায় বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমেছেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম পাঁচ ওভারে দুজনই খেলেছেন সতর্কভাবে। ৫ ওভার শেষে বাংলাদেশের রান ১৭; তামিম ১৯ বলে ৯, লিটন ১১ বলে ৫।

ইনিংসের ষষ্ঠ ওভারে কাইল জেমিসনের প্রথম তিন বলে রান বের করতে পারেননি লিটন, চতুর্থ বলে এক রান নেন মিডউইকেটে ঠেলে। পরের বলে তামিম এক রান নিলে ষষ্ঠ বলে স্ট্রাইকে ফিরেই আউট লিটন। অফ স্টাম্পের বাইরের শর্ট বল কাট করতে গেলে থার্ডম্যানে সহজ ক্যাচ পেয়ে যান রাচিন রবীন্দ্র। লিটনের ইনিংস থামে ১৬ বলে ৬ রানে। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯।

লিটন দাস আউট হয়ে ফেরার পর ব্যাটিংয়ে এসেছেন তানজিদ হাসান, তামিম যাঁর ডাকনাম। আর আগে থেকেই আছেন তামিম ইকবাল। এই মুহূর্তে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে দুই তামিম।

কাভার ড্রাইভ। ফ্লিক। ফ্লিক। দারুণ তিনটি শটে জেমিসনের ওভারে ৩ চার মেরেছেন তামিম ইকবাল। পরের ওভারে সোধির বল অফ স্টাম্পের বেশ বাইরে পেয়ে সেটিকেও বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তানজিদ।

লিটন ফিরলেও ভালো শুরু বাংলাদেশের। ৯ ওভারে উঠেছে ৪৮ রান।

দশম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কাইল জেমিসন। শেষ বলে তাঁর গতি কাজে লাগিয়েছেন তামিম। অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাটের ফেস ওপেন করে থার্ডম্যান দিয়ে এসেছে চার। প্রথম পাওয়ারপ্লেতে ৫০ পেরিয়ে গেছে বাংলাদেশ।

দ্বিতীয় বলে তুলে মেরেছিলেন, সেটি গিয়েছিল মিড অফের বাঁ দিকে নাগালের একটু বাইরে দিয়ে। এক বল পর আবার তুলে মারতে গেলেন তানজিদ। এবার এক্সট্রা কাভারে ফার্গুসনকে পার করাতে পারেননি। ঠিক সেদিকেই খেলতে চেয়েছিলেন কি না, সে প্রশ্ন থাকছে অবশ্য। তবে তাঁর ১২ বলে ১৬ রানের ইনিংস শেষ এখানেই। প্রথম পাওয়ারপ্লের পরও আক্রমণাত্মক ভাবটা ধরে রেখেছিলেন তরুণ ব্যাটসম্যান।

২০২১ সালের পর ওয়ানডেতে ফিরেছিলেন সৌম্য সর্বশেষ ম্যাচ দিয়ে। তবে বৃষ্টিতে এক ইনিংসও হতে পারেনি সে ম্যাচে, সৌম্যও ব্যাটিং পাননি। আজ পেলেন। তবে ২ বছর পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২ বল টিকলেন শুধু।

ওভার দ্য উইকেট থেকে করা সোধির বলে লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং-এজড হয়েছেন এ বাঁহাতি। ধরা পড়েছেন সোধির হাতেই। সৌম্য রান করতে পারেননি কোনো।

তানজিদের পর সৌম্যকে ৩ বলের মধ্যে হারিয়ে আবার চাপে বাংলাদেশ। লিটন আউট হওয়ার পর তামিমের ইতিবাচক ব্যাটিংয়ে যে চাপ কমে এসেছিল অনেকটাই। সেটি ফিরে এল।

তামিমকে রেখে একে একে ফিরছেন তাঁর ব্যাটিং সঙ্গীরা। সর্বশেষে ফিরলেন তাওহিদ হৃদয়। ইশ সোধির নিচু হওয়া গুগলিতে আগবাড়িয়ে খেলতে গিয়েছিলেন হৃদয়। ব্যাটে লেগে বল ভেঙে দিয়েছে স্টাম্প। এমন আউটের ধরনে নিশ্চিতভাবেই হতাশ হওয়ার কথা হৃদয়ের। তবে চাপ নিশ্চিতভাবেই বাড়ল বাংলাদেশের। ৭০ রানেই চতুর্থ উইকেট হারিয়ে ফেলেছে তারা। সোধিই নিলেন ৩টি।

এখন তামিমের সঙ্গী হয়ে ক্রিজে আছেন রিয়া। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ১৮ ওভারে ৯২ রান করেছে বাংলাদেশ। যার মধ্যে তামিম ৫৫ বলে ৪২ রান এবং রিয়াদ ১০ বলে ১৩ রান করেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে