ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপ জিতলে যে দুই ভারতীয় ক্রিকেটার ইতিহাস ও নজির গড়বেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ সেপ্টেম্বর ২৯ ১৮:২১:১৩
বিশ্বকাপ জিতলে যে দুই ভারতীয় ক্রিকেটার ইতিহাস ও নজির গড়বেন

রোহিত শর্মার দল বিশ্বকাপ জিতবে কি না, তা জানা যাবে ১৯ নভেম্বর। জিতলে রোল মডেল হবেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন।

৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের বিশ্বকাপ অভিযান। রোহিত শর্মার দল ট্রফি জিতবে কি না তা জানা যাবে ১৯ নভেম্বর। ভারত বিশ্বকাপ জিতলে তৃতীয়বারের মতো ট্রফি তুলবে তারা। শুধু তাই নয়, নজির গড়বেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে কোনও ভারতীয় ক্রিকেটারের নজির নেই। কোহলি এবং অশ্বিন প্রথম ভারতীয় ক্রিকেটার হয়ে দুটি বিশ্বকাপ জিতবেন।

ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৩ সালে। পরবর্তী বিশ্বকাপ হয়েছিলো ২০১১ সালে। অবশ্য এই সময়ের ব্যবধানের কারণে একই ক্রিকেটারের পক্ষে দুবার বিশ্বকাপ জেতা সম্ভব হয়নি। কোহলি ও অশ্বিনকে বাদ দিয়ে ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলটি ক্রিকেট থেকে অবসর নিয়েছে।

শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে জায়গা করে নেন অশ্বিন। প্রাথমিকভাবে ঘোষণা করা ১৫ সদস্যের দলে তিনি ছিলেন না। কিন্তু দলে কোনো ডানহাতি স্পিনার না থাকায় এবং অক্ষর প্যাটেল চোট থেকে সেরে না উঠলে নির্বাচকরা অশ্বিনকে বেছে নেন। ভারতের মাটিতে এটি কার্যকরী হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচের পর অশ্বিনকে নিয়ে রোহিত বলেছিলেন: “অশ্বিনের সামর্থ্য নিয়ে কোনও সন্দেহ নেই। খুবই অভিজ্ঞ ক্রিকেটার। চাপ সহ্য করতে পারে। এটা ঠিক, এক বছরের বেশি ওয়ানডে ক্রিকেট খেলেননি অশ্বিন। তাই আমরা তার দক্ষতা কেড়ে নিতে পারি না। নিজের অভিজ্ঞতা কেড়ে নিতে পারছেন না, গত দুই ম্যাচে খুব ভালো খেলেছেন অশ্বিন। বোলিংয়ে এনেছেন অনেক বৈচিত্র্য। অবশ্যই তার সুযোগ আছে। "আমরা কিছু বিষয় নিয়ে ভাবছি।"

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে