ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

মানুষের প্রাণ খেঁকো হাতিকে দেখতে জনতার উপচে পরা ভিড়

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৯ ১৪:৪০:২১
মানুষের প্রাণ খেঁকো হাতিকে দেখতে জনতার উপচে পরা ভিড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও রাজশাহীর তানোরে হাতির হামলায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরপর তানোর উপজেলার বুধপুর এলাকার একটি পুরাতন কবরস্থানে এসে থামে হাতিটি। হাতিটিকে দেখতে হাজার হাজার উৎসুক মানুষ কবরস্থানে ভিড় জমায়। প্রশাসনকে তাদের পুনরুদ্ধার ত্বরান্বিত করতে হবে।

এর আগে বুধবার (৮ নভেম্বর) নাচোলে হাতির আক্রমণে শিশু মুসাব্বির (১২) এবং বিকেলে তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার রামপদ নামের এক আদিবাসী যুবকের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন জানান, রাতে মধ্যপুর এলাকার একটি কবরস্থানে হাতিটি আশ্রয় নেয়। এর আগে এ অঞ্চলের বিভিন্ন ফসল নষ্ট করেছে। যে দিকে হাতি চিহ্ন রেখে গিয়েছিল।

হাতিটির পরিচর্যাকারী মিল্লাত জানান, হাতির বয়স প্রায় ৩৫ থেকে ৪০ বছর। তার তিনটি সন্তান রয়েছে। ক্ষিপ্ত হয়ে হাতিটিকে বিরক্ত করে আক্রমণ করে। মৃত্যু হয়েছে দুই জনের। আমরা হাতিটিকে ধরার চেষ্টা করছি। এখানে বন বিভাগের লোকজন স্থানীয় প্রশাসন। আশা করছি শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

বন্যপ্রাণী অধিদপ্তরের পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, অচেতন করার ইনজেকশন দেওয়া হয়েছে। সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে এখানে উৎসুক জনতা বেশি জমেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে