ঢাকা, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

গোল বন্যায় ভাসিয়ে, প্রতিপক্ষকে রিতিমতো ছেলে খেলা করে এমবাপ্পের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৯ ১১:৪০:১৬
গোল বন্যায় ভাসিয়ে, প্রতিপক্ষকে রিতিমতো ছেলে খেলা করে এমবাপ্পের বিশ্বরেকর্ড

জিব্রাল্টারের নাম শুনলেই আপনার মাথায় চলে আসবে সাধারণ জ্ঞানের বই 'জিব্রাল্টার প্রণালি’র কথা'। এটি সেই প্রণালী যা ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে।

স্পেনের দক্ষিণে জিব্রাল্টার নামে একটি অঞ্চল রয়েছে, যা ব্রিটিশ শাসনাধীন। তাদের একটি জাতীয় ফুটবল দলও রয়েছে। গত রাতে ফ্রান্সের বিপক্ষে লজ্জাজনক রেকর্ড গড়েছে ওই দলটি। জিব্রাল্টার ফ্রান্সের বিপক্ষে ৫-১০ নয়, ১৪ গোল খেয়েছে!

একটি প্রতিযোগিতামূলক ম্যাচে ইউরোপীয় দলের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। জার্মানি এর আগে ২০০৬ সালে সান মারিনোর বিপক্ষে ১৩-০ জিতেছিল। এবং ফ্রান্সের সবচেয়ে বড় জয় ছিল ১৯৯৫ সালে আজারবাইজানের বিপক্ষে ১০-০।

জানা গেছে, উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের এই ম্যাচে জিব্রাল্টারের সঙ্গে খেলছিলেন ফরাসি ফুটবলার ভি। ফিফায় ১৯৮ তম র‌্যাঙ্কিং দলের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেন ক্যাপ্টেন কিলিয়ান এমবাপ্পে। হ্যাটট্রিক করার পথে এমবাপ্পেও তার ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। ৪৬ গোল করে তিনি এখন ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। শুধুমাত্র থিয়েরি হেনরি (৫১) এবং সতীর্থ অলিভার গিরুড (৫৬) তার চেয়ে বেশি।

দুটি করে গোল করেন কিংসলে কোমান ও অলিভার গিরুড। উসমান ডেম্বেলে, মার্কাস থুরাম, অ্যাড্রিয়েন রাবিওট, ওয়ারেন জাইরে-এমেরি, জোনাথন ক্লস এবং ইউসেফ ফোফানা সবাই একবার স্কোরশিটে নাম লেখান। আর ম্যাচের তৃতীয় মিনিটে জিব্রাল্টারের হয়ে প্রথম গোলটি করেন ইথান সান্তোস।

এই ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয় পিএসজির মিডফিল্ডার জাইরে-এমেরির। ১৭ বছর বয়সী এই প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার।

ফ্রান্সের হয়ে রেকর্ড রাতে তুরস্কের কাছে জার্মানি ৩-২ হারে। ইউরোর স্বাগতিক হিসেবে জার্মানদের কোয়ালিফায়ারে খেলতে হচ্ছে না তাদের। তাই প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছেন তারা। বার্লিনে অনুষ্ঠিত এমনই একটি ম্যাচে কাই হাভার্টজ গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

গত সেপ্টেম্বরে হান্সি ফ্লিকের জায়গায় প্রধান কোচের দায়িত্ব পাওয়া ইউলিয়ান নাগলসমান ঘরের মাঠে অভিষেক ম্যাচটা দ্রুত ভুলে যেতে চাইবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে