ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

আইসিসির নতুন নিয়ম, ফাইনালে ম্যাচ টাই হলে যা হবে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ১৯ ১২:৩২:৩২
আইসিসির নতুন নিয়ম, ফাইনালে ম্যাচ টাই হলে যা হবে

২০১৯ বিশ্বকাপে ক্রিকেট মাঠে দেখা গেল এক অদ্ভুত ঘটনা। লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত ৫০ ওভারে টাই হয়েছিল। এরপর সুপার ওভারও 'টাই' হয়ে যায়। ফলস্বরূপ, বাউন্ডারির ​​সংখ্যা বিবেচনায় নিয়ে বিজয়ী নির্ধারণ করা হয়।

ফাইনালে, ইংল্যান্ডের ২২টি বাউন্ডারির ​​বিপরীতে কিউইরা ১৪টি চার মেরেছিল। এই অদ্ভুত আইনের সুযোগ নিয়ে স্বাগতিক ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয়।

যদিও পরে এ নিয়ে অনেক বিতর্ক হয়। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও ব্যাপক সমালোচিত হয়। ব্যাপক সমালোচনার পর নিয়ম পরিবর্তন করা হয়। আর সেই নিয়ম প্রত্যাহার করা হয়।

এদিকে, আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

এবার ৫০ ওভার ও সুপার ওভারের ফল 'টাই' হলে; এরপর কী হবে, সে প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের।

এ প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, ওই পরিস্থিতিতে আরেকটি সুপার ওভার হবে। ম্যাচের ফলাফল না আসা পর্যন্ত সুপার ওভার চলবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে