ঢাকা, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ভারতের এমন বাজে হারে বিরাটের কান্না সামলাতে বিশেষ কৌশলে অনুষ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২০ ১২:১৬:৩৭
ভারতের এমন বাজে হারে বিরাটের কান্না সামলাতে বিশেষ কৌশলে অনুষ্কা

ভারতের পরাজয়ে ক্রিকেটাররা যেখানে বিধ্বস্ত, সেখানে উপস্থিত স্ত্রী ও বান্ধবীরাও তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। কোহলির ভাবী স্ত্রী আনুশকা শর্মাকেও চোখের জল ধরে রাখতে দেখা গেছে।

টানা দশ ম্যাচ জেতার পর বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত। বিরাট কোহলি ও কেএল রাহুলের অর্ধশতকের পেছনে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জয়ের পথে নিয়ে যান ট্র্যাভিস হেড। ভারতের পরাজয়ে ক্রিকেটাররা যেখানে বিধ্বস্ত, সেখানে উপস্থিত স্ত্রী ও বান্ধবীরাও তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। কোহলির সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মাকেও কান্না সামলাতে দেখা গিয়েছে। পরের দিকে মাঠে নেমে তিনি জড়িয়ে ধরলেন কোহলিকে।

ফাইনাল ম্যাচের কয়েকদিন আগে আহমেদাবাদে গিয়েছিলেন আনুশকা। কোহলি ও অনুষ্কা শর্মা ভারতীয় দলকে সমর্থন জানাতে ম্যাচের কিছুক্ষণ আগে স্টেডিয়ামে পৌঁছে যান। কিছুক্ষণ পরে, কেএল রাহুলের স্ত্রী আথিয়া শেঠি সেখানে পৌঁছান। একে একে রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি এবং রোহিত শর্মার স্ত্রী রিতিকাকেও আসতে দেখা গেছে। আনুশকা এবং আতিয়া একসাথে বসে গল্প এবং আলোচনা শেয়ার করে। সেই দৃশ্যও দেখা গেছে ম্যাচ চলাকালীন।

১ লাখ ৩২ হাজার মূল্যের গ্যালারি খালি, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মোদির হাত থেকে ট্রফি ছিনিয়ে নিল অস্ট্রেলিয়াকিন্তু হেড ও ল্যাবুসচেন উইকেটে পড়ার সাথে সাথেই ম্যাচের ফলাফল স্পষ্ট হয়ে যায়। গ্লেন ম্যাক্সওয়েলের শট যখন অস্ট্রেলিয়ার জয়ে সিলমোহর দেয়, তখন আনুশকা তার দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। হাত দিয়ে চোখ ঢেকে থাকতে দেখা যায় তাকে। কিন্তু পুরোপুরি এড়াতে পারেননি। এর পর মাঠে নামেন তিনি। তিনি এসে কোহলিকে জড়িয়ে ধরেন। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে