ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১

ভারতীয়দের মনে বিষাদের সুর সেই সুরে আরো কাঁটা দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২০ ২৩:৫৪:৩০
ভারতীয়দের মনে বিষাদের সুর সেই সুরে আরো কাঁটা দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীরা

ভারতের টিম সহ ক্রিকেট ভক্তদের বিশ্বাস ছিল যে এবারের বিশ্বকাপ তারা নিবে। কিন্তু স্বপ্ন-স্বপ্নই থেকে গেল। বিশ্বকাপ হেরে গিয়ে নানা সমালোচনা এর মধ্যে পড়েছে ভারত। বিশ্বকাপ শেষ হয়েছে কিন্তু এর রেশ থেকে যাবে দীর্ঘদিন। ঘরের মাঠে অসিদের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে বিশ্বকাপ ফাইনাল হারায় ভারতীয়দের মনে বিষাদের সুর।

সেই সুরে আরো কাঁটা দিচ্ছে চরম শত্রুরা। ফাইনালে ভারতকে হারানোয় অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন বাবর আজম -শাহিন আফ্রিদিরা।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় এক লাখ দর্শকের উপস্থিতিতে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। বাবর আজম সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে তার নিজের আইডিতে লেখেন, ‘অভিনন্দন অস্ট্রেলিয়া। অসাধারণ নেতৃত্বসুলভ পারফরম্যান্স দেখিয়েছে ফাইনালে।’

শাহিন আফ্রিদিও অভিনন্দন জানিয়েছে অস্ট্রেলিয়াকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের আইডিতে আফ্রিদি লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জয়ের জন্য। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে তারা। ভারতের জন্য দুর্ভাগ্য আসলেই পুরো টুর্নামেন্ট ভালো খেলে এভাবে হারাটা।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে