ঢাকা, বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ চৈত্র ১৪৩১

আজ প্রকাশিত হবে এইচএসসির ফলাফল, যেভাবে জানবেন ফলাফল

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ২৬ ১০:৫১:২৭
আজ প্রকাশিত হবে এইচএসসির ফলাফল, যেভাবে জানবেন ফলাফল

রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর সকাল ১১টায় সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এখন কলেজে না গিয়ে ঘরে বসেই পরীক্ষার রেজাল্ট জানতে পারবে শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, কলেজের নোটিশ বোর্ড ছাড়াও পরীক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

এইচএসসি রেজাল্ট কিভাবে জানবেন

ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে হলে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে যেতে হবে।

সেখানে রেজাল্ট অপশনে ক্লিক করার পরই শিক্ষার্থী তার রেজাল্ট শীট দেখতে পারবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বর সহ জমা দিতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-এ ফলাফলের উপর ক্লিক করুন এবং ইনস্টিটিউট অনুযায়ী ফলাফল পত্র ডাউনলোড করতে ইনস্টিটিউট EIIN এ প্রবেশ করুন।

এছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বছর লিখতে হবে তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি বার্তায় ফলাফল পাওয়া যাবে।

উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের প্রার্থীকে HSC DHA 123456 2023 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল অবিলম্বে জানিয়ে দেওয়া হবে।

৮টি সাধারণ শিক্ষা বোর্ডে গত ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ২৭ আগস্ট থেকে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে