ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

আইপিএলের সম্প্রচার স্বত্বের টাকার অঙ্ক জানলে চমকে উঠবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ০১ ২০:৩৯:৩৮
আইপিএলের সম্প্রচার স্বত্বের টাকার অঙ্ক জানলে চমকে উঠবেন

আইপিএল দিন দিন আরও ব্যয়বহুল হয়ে উঠছে। সম্প্রচার অধিকার গত বছর ৪৮,০০০ কোটি টাকায় বিক্রি হয়েছিল। এই টাকার পরিমাণ অনেক গুণ বাড়তে পারে। এটি ৪ লাখ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। শুক্রবার এমনই বিবৃতি দিয়েছেন আইপিএল সভাপতি অরুণ ধুমাল।

আইপিএল বর্তমানে বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল লিগ। প্রথমটি আমেরিকান ন্যাশনাল ফুটবল লীগ। তারা সম্প্রতি প্রায় ১০ লক্ষ কোটি টাকার একটি কোম্পানির সাথে ১১ বছরের জন্য একটি আর্থিক চুক্তি স্বাক্ষর করেছে।

সেটা মাথায় রেখেই ধুমল বলেছেন, “যদি আমি গত ১৫ বছরে আইপিএলের উত্থান দেখি এবং যদি কোনও আনুমানিক অঙ্ক বেছে নিই, তা হলে আমাদের প্রত্যাশা আগামী ২০ বছরে আইপিএলের মিডিয়া স্বত্বের দাম ৪ লক্ষ কোটিরও বেশি টাকা উঠবে।” প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার বছরে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল ৬ হাজার কোটি টাকায়। তখনই বিশ্বের অনেক লিগকে টপকে গিয়েছিল তারা।

ম্যাচ গড়াপেটায় যুক্ত ক্রিকেটারের হাতেই এখন বাবরদের ভাগ্য, পাক ক্রিকেটে আবার বিতর্কসেই প্রসঙ্গে ধুমল বলেছেন, “আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। ব্যক্তিগত ভাবে আমার মত, স্বাধীনতার পর সবচেয়ে ভাল কিছু এ দেশে হয়ে থাকলে সেটা আইপিএল। আমাদের দেশে অনেক বৈচিত্র রয়েছে। অনেক ভাষা, সংস্কৃতি রয়েছে। কিন্তু আইপিএল সবাইকে এক সূত্রে বাঁধে।”

শুধু ছেলেদের নয়, মেয়েদের আইপিএলেও টাকার অঙ্ক লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে মনে করেন ধুমল। বলেছেন, “আমাদের নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে হবে, সমর্থকদের আরও খেলাটার সঙ্গে যোগ করতে হবে, ম্যাচের গুণমান যাতে ভাল হয় সেটার খেয়াল রাখতে হবে। এখন ক্রিকেট অলিম্পিক্সের অংশ। ডব্লিউপিএল মহিলাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। সুড়ঙ্গের শেষে আশার আলো এখন থেকেই আমরা দেখতে পাচ্ছি।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে