ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

এক নজরে দেখে নিন, আইপিএলে খেলোয়াড়দের ভিত্তিমূল্য

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ০২ ১০:১৪:৪০
এক নজরে দেখে নিন, আইপিএলে খেলোয়াড়দের ভিত্তিমূল্য

ভারতে শুরু হচ্ছে আরেকটি আইপিএল টুর্নামেন্ট। অর্থের ছড়াছড়ি ও চাকচিক্যময় এই ফ্র্যাঞ্চাইজি আসরে বিশ্বের নামি তারকারাও খেলতে মুখিয়ে থাকেন। যার প্রমাণ ৭৭টি স্লটের বিপরীতে ১১৬৬ ক্রিকেটারের নাম জমা দেওয়ার ঘটনা। ভারতের বাইরে প্রথমবারের মতো ১৯ ডিসেম্বর দুবাইয়ে একটি মিনি-নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে গত বিশ্বকাপে ক্রিকেটারদের ব্যাট-বলের দক্ষতা সবার নজর কাড়তে পারে। এই বছরের নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২.৫ কোটি টাকার বেশি (২ কোটি টাকা), সেই তালিকায় ২৫ জন ক্রিকেটারের নাম রয়েছে।

ভারতীয়রা স্বাভাবিকভাবেই নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকায় শীর্ষে। এবারের নিলামে স্বাগতিক দেশের হয়ে ৮৩০ জন ক্রিকেটার তাদের নাম জমা দিয়েছেন। বিভিন্ন দেশের ৩৩৬ জন ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে ২১২ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে, ৯০৯ জন ক্রিকেটার আছেন যারা এখনও তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেননি। এ ছাড়া এবার অংশীদার দেশগুলোর ৪৫ জন ক্রিকেটারও আবেদন করেছেন।

আসন্ন আইপিএল ড্রাফটে বড় তারকাদের মধ্যে রয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্রসহ আরও অনেক বড় তারকা। চোটের ঝুঁকি থাকা সত্ত্বেও জশ হ্যাজেলউড এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম রাখা হয়েছে। তবে একই কারণে তালিকায় নেই ইংল্যান্ডের জোফরা আর্চার।

জানা গেছে, স্টার্ক, কামিন্স, হেড, মিচেল, রবীন্দ্র এবং হ্যাজেলউড এই নিলামে খুব প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। নিলামে ২৫ জন ক্রিকেটারের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি। ১৮ জন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যারা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, হর্ষাল প্যাটেল, কেদার যাদব, শার্দুল ঠাকুর এবং উমেশ যাদবের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি টাকা। ভারতের বাকি ১৪ রয়েছেন ৫০ লক্ষ রুপি দামের তালিকায়।

এছাড়া সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ঘরে বিদেশিদের মধ্যে রয়েছেন— আফগানিস্তানের মুজিব-উর রহমান, অস্ট্রেলিয়ার শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, লকি ফার্গুসন, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, ইংল্যান্ডের টম ব্যান্টন, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে, রাইলি রুশো, রসি ভ্যান ডার ডুসেন ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

দেড়কোটি রুপি ভিত্তিমূল্য যাদের— মোহাম্ম নবি, মইসেস হেনরিকস, ক্রিস লিন, কেইন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, ড্যানিয়েল ওরাল, টম কারান, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, ক্রিস জর্ডান, ডেভিড মালান, টাইমাল মিলস, ফিল সল্ট, কোরি অ্যান্ডারসন, কোলিন মুনরো, জিমি নিশাম, টিম সাউদি, কোলিন ইনগ্রাম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেসন হোল্ডার, শেরফেন রাদারফোর্ড।

সর্বনিম্ন এক কোটি রুপির ঘরে আছেন— অ্যাশটন আগার, রিলে মেরেডিথ, ডি’আরকি শর্ট, অ্যাশটন টার্নার, গাস অ্যাটকিনসন, স্যাম বিলিংস, মাইকেল ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, ওয়েইন ফার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, আলজেরি জোসেফ, রভম্যান পাওয়েল ও ডেভিড উইজি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে