ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

হাথুরের বিরুদ্ধে ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিসিবির কাছে আইনি নোটিশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ০৩ ১৪:২৭:১১
হাথুরের বিরুদ্ধে ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিসিবির কাছে আইনি নোটিশ

বিশ্বকাপ চলাকালে ক্রিকেটার নাসুমকে চড় মারার ঘটনার তদন্ত দাবি করে বিসিবি সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান মেইল ​​ও ই-মেইলের মাধ্যমে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে দোষী প্রমাণিত হলে হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে বিসিবিকে। ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরু সিং ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি বলেন, যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে