ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সমালোচকদের এক হাত নিলেন মিনহাজুল আবেদিন নান্নু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ০৩ ১৫:০২:৩০
সমালোচকদের এক হাত নিলেন মিনহাজুল আবেদিন নান্নু

দল খারাপ হলে দায়টা টিম ম্যানেজমেন্টের ওপর পড়বে এটা খুবই স্বাভাবিক। এখানে অধিনায়ক, কোচ, নির্বাচক বা দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই জড়িত। তারা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেন। বাংলাদেশ দলও এর ব্যতিক্রম নয়।

বিশ্বকাপে ভারতের বাজে পারফরম্যান্সের জন্য অনেকেই টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন। তবে সম্প্রতি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে নিয়ে অনেক খবর প্রচারিত হয়েছে। দলের খারাপ পারফরম্যান্সের জন্য নান্নুকে দায়ী করা হলেও তার কাজ ও বেতন নিয়েও প্রশ্ন উঠেছে। নান্নুর দাবি, ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করতেই এমনটি করা হয়েছে।

গণমাধ্যমে নান্নু বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক রকম কথা হয়। কিছুদিন আগে আমাকে ব্যক্তিগতভাবে (আক্রমণ করে বলা হয়) ৫ লক্ষ টাকা বেতন পাই। ১০ বছর চাকরি করার পরে ক্রিকেট বোর্ডের চুক্তিতে থাকার পরে বোর্ডে গিয়ে দেখে আসেন কত টাকা বেতন পাই। লজ্জা থাকা উচিত যে সমস্ত লোক এসব নিউজ করেছেন।'

এক টিভি শোতে সাবেক ক্রিকেটার তানভির মাজহার তান্নাও নান্নুর কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাকেও জবাব দিয়েছেন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, যারা তাকে নিয়ে এসব কথা বলে তাদের বাংলাদেশ ক্রিকেটে কোনো অবদান নেই। বরং ক্রিকেটের ক্ষতি করছে।

নান্নু বলেন, 'সাবেক ক্রিকেটার (তানভির মাজহার) তান্না সাহেবও দেখি এটার সাথে মুখ খুলেছেন। তার কী অবদান আছে দেশের ক্রিকেটের জন্য? সে গিয়ে চট্টগ্রামে গিয়ে আমাদের বাপদাদার সম্পত্তি দেখে আসুক। আমি কীভাবে চলি না চলি, পরিবার কীভাবে চলে। এসব কথা বলার তো কোনো রাইট নেই। যারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে এদের শাস্তি হওয়া উচিত। সরকারের কাছে আমি অবশ্যই আবেদন জানাই। এ ধরনের অবাস্তব নিউজগুলি নিয়ে যারা কাজ করছে। তারা দেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে।'

'বোর্ডের সবার সাথে আলোচনা হয়েছে। সব মিলিয়ে আমি বলব যারা এ ধরনের ট্রল করছে না জেনে না বুঝে এভাবে মিথ্যা কথা নিয়ে আগানোটা ঠিক না। আপনি যদি সত্যটা জানেন তাহলে আগান। সত্য নিয়ে চলুন। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে