ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জয়ের জন্য নিউজিল্যান্ডকে যে পড়িক্ষায় ফেলাবে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ০৮ ২০:৩৯:৫৫
জয়ের জন্য নিউজিল্যান্ডকে যে পড়িক্ষায় ফেলাবে বাংলাদেশ

তৃতীয় দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান করেছে। ৮ উইকেট হাতে রেখে কিউইদের ৩০ রানে এগিয়ে যায় স্বাগতিকরা। বলা যায় মিরপুরের উইকেটের কন্ডিশন দেখে ম্যাচে দুই দলই ভালো অবস্থানে আছে।

নাঈম হাসান মনে করেন, এখান থেকে বাংলাদেশ কিউইদের দুইশ রানের টার্গেট দিতে পারলেই ড্রাইভিং সিটে থাকবে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে স্পিনার বলেন: "আমি মনে করি আমরা যত বেশি সময় ব্যাট করতে পারব, ততই আমাদের জন্য ভালো।" আমরা যদি ২০০-২২০ পয়েন্ট স্কোর করতে পারি, ইনশাআল্লাহ আমরা রক্ষা করতে সক্ষম হব।

ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নাঈম, ‘না, আমরা যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে পারবো। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করবো, যত ভালো ব্যাটিং করবো তত ভালো হবে।’

এদিকে শর্ট শ্লিপে দারুণ কিছু ক্যাচ নিয়েছেন দিপু। তার ফিল্ডিংয়ের প্রশংসা করে নাঈম বলেন, 'দিপু খুব ভালো। খুব ভালো ফিল্ডার। জাতীয় লিগেও আমার বলে অনেক ক্যাচ ধরেছে। সে সিলির জন্য আলাদাভাবে প্রস্তুতি নেয়। স্লিপ ফিল্ডাররা যেমন নেয়, সেও নেয়।'

লম্বা সময় পর এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন নাঈম। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ ভালো। দলের বাইরে থাকার সময় আমার কাজ ছিল ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পরিশ্রম করা। ওটা করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে