ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শচীন টেন্ডুলকারকে একক রেকর্ড দখল করলেন মুশফিকু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ০৯ ২১:৩৯:৩১
শচীন টেন্ডুলকারকে একক রেকর্ড দখল করলেন মুশফিকু

এমন রেকর্ড নিশ্চয়ই কেউ ভাঙতে চাইবে না। তবে সেই অপ্রত্যাশিত রেকর্ডে বাংলাদেশের মুশফিকুর রহিম এককভাবে কিংবদন্তি ভারতীয় তারকা শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন।

দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারে শচীন ফরম্যাটে ৬৬৪টি ম্যাচ খেলেছেন। তাদের মধ্যে পরাজয়ের তিক্ত স্বাদ ছিল ২৫৬টি। এখন পর্যন্ত এই হারের পরিসংখ্যানে শচীনের সঙ্গে ছিলেন বাংলাদেশের মুশফিক। তবে ঢাকা টেস্টে বাংলাদেশকে হারিয়ে নিজেই শীর্ষে উঠতে পেরেছেন তিনি।

২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়া মুশফিক অভিষেকের পর তিন সংস্করণ মিলিয়ে পরাজয়ের স্বাদ পেয়েছেন ২৫৭ ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে এতগুলো ম্যাচ হারার নজির নেই আর কোনো ক্রিকেটারের।

মুশফিক ও শচীনের পর ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ হারার তালিকায় তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনি হারের স্বাদ পেয়েছেন ২৪৯ ম্যাচে। জয়াবর্ধনের পর তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও সনাৎ জয়সুরিয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে