ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

২ দিন পর আবারও কমে গেল সোনার দাম

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ০৯ ২২:০৭:১০
২ দিন পর আবারও কমে গেল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) ব্যবসা শেষে দাম প্রতি আউন্স ,০০০-এর নিচে নেমে আসে। মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। একই সময়ে, মার্কিন ট্রেজারি ফলন উচ্চতর স্থানান্তরিত হয়েছে। ফলে সেফ হেভেন মেটালের মূল্য আরও কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গত নভেম্বরে প্রত্যাশার চেয়ে বেশি লোক নিয়োগ করেছে বলে জানা গেছে। ফলস্বরূপ, মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী মার্চে সুদের হার কমানোর সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেছে। এ প্রেক্ষাপটে ডলারের দাম শক্তিশালী হয়েছে। সঙ্গত কারণেই স্বর্ণের বাজার চাপে রয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০০০ ডলার ৪৯ সেন্টে। একপর্যায়ে যা ১৯৯৪ ডলার ৪৯ সেন্টে নেমে গিয়েছিল। দিনের শুরুতে তা ছিল ২০৩১ ডলার ৩১ সেন্ট। সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। বিগত ১০ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৪ ডলার ৫০ সেন্টে। দিনের সূচনাতে যা ছিল ২০৪৮ ডলারে।

গত রোববার আউন্সে স্বর্ণের দাম উঠেছিল ২১৩৫ ডলার ৪০ সেন্টে। বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। ফেডের সুদহার কমানোর আভাসে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছিল। তবে কোন সময়ের মধ্যে কমাবে তা নিশ্চিত নয়। ফলে সেদিন থেকে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম কমেছে প্রায় ১৫০ ডলার।

বিদায়ী নভেম্বর মার্কিন মুলুকে বেকারত্বের হার নিম্নগামী হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ। এতে স্পষ্ট, শ্রমবাজার শক্তিশালী রয়েছে। ফলে নতুন বছর ২০২৪ সালের মে মাসের আগে সুদের হার কমাবে না ফেড। এ নিয়ে প্রায় নিশ্চিত ব্যবসায়ীরা। নিউ ইয়র্ক-ভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াং বলেন, যুক্তরাষ্ট্রে শ্রমবাজার শক্তিশালী রয়েছে। ফলে স্বর্ণের দরপতন ঘটেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে