ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

২০২৪ আইপিএল শুরু তারিখ জানাল বিসিসিআই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ১০ ১৭:০৬:০৯
২০২৪ আইপিএল শুরু তারিখ জানাল বিসিসিআই

বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হল আইপিএল। ভারতের এই টুর্নামেন্টের দিকে বাড়তি নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের। বিখ্যাত ক্রিকেটার, উন্নত সম্প্রচার, দুর্দান্ত উইকেট, দর্শকদের অংশগ্রহণ সব মিলিয়ে আইপিএল ভক্তদের মধ্যে অতিরিক্ত উন্মাদনা তৈরি করে। অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ঘোষণা করেছেন ২০২৪ সালের আইপিএল কখন শুরু হতে পারে।

আইপিএলের আসন্ন আসরকে সামনে রেখে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। সেই নিলামের আগেই কবে থেকে মাঠে গড়াতে পারে আইপিএল তা জানিয়েছে বিসিসিআই। জয় শাহ জানান, মার্চের শেষ সপ্তাহে পর্দা উঠবে আইপিএলের, যা শেষ হবে মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে হবে নারী আইপিএল।

১৯ ডিসেম্বরের নিলামে দলগুলো ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে, যার মধ্যে সর্বোচ্চ ৩০ জন হতে পারবে বিদেশি ক্রিকেটার। এবারই প্রথম আইপিএলের নিলাম হবে ভারতের বাইরে। মার্চ-এপ্রিলে ভারতে লোকসভার নির্বাচন থাকায় তার আগেই নারী আইপিএল আয়োজন শেষ করতে চায় বিসিসিআই। এরপর মার্চের শেষ সপ্তাহে শুরু করতে চায় ২০২৪ আইপিএল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে