এলপিএলের ইতিহাসকে পাল্টে দিয়ে রেকর্ড পারিশ্রমিকে কলম্বো স্ট্রাইকার্সে পাথিরানা
আজ শুরু হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরের ড্রাফট। ড্রাফটে নাম আছে বাংলাদেশের চার তারকা ক্রিকেটারের। তার মধ্যে ইতিমধ্যে নিলামে নাম উঠেছে লিটন ও মুশফিকের। কিন্তু কেউ তাদের নিতে আগ্রহ দেখায়নি।
তবে বাংলাদেশের কাটার মুস্তাফিজুর রহমানকে আগে বিদেশী আইকন হিসেবে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। ড্রাফটের আগে রিটেইন এবং প্রি-সাইনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা।
ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার বা ৩৫ লাখ টাকারও বেশি। তার চেয়েও বেশি ভিত্তিমূল্য ছিল আরেক উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের। ৫০ হাজার ডলার বা ৫৮ লাখ টাকারও বেশি ভিত্তিমূল্য নিয়ে অবিক্রিত রয়ে গেছেন তিনিও। ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাসকিন আহমেদকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাওহীদ হৃদয়কেও কেউ নেয়নি। ৪০ হাজার ডলার ভিত্তিমূল্য ছিল নাজমুল হোসেন শান্তর। তাকে কেনেনি কোনো দল। এখনও পর্যন্ত বাংলাদেশের চার ক্রিকেটার অবিক্রিত থাকলেন এলপিএলের নিলামে।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ জুটি বেঁধেছিলেন ফিজ-পাথিরানা। এবার এলপিএলে আরেক টাইগার পেসার তাসকিন আহমেদের সাথে জুটি বাঁধবেন এই লঙ্কান পেসার। দুজনকেই দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। কলম্বো স্ট্রাইকার্সের কাছে পাথিরানা এলপিএল রেকর্ড US$ 120,000-এ বিক্রি!
এলপিএল নিলামে লিটন ও মুশফিক ছাড়াও নাম আছে আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, খালেদ আহমেদ, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও জাকির হাসানের।
ক্যান্ডি (11 স্বাক্ষর, US$ 197,000 বাকি) ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমান্থ চামেরা, কামিন্দু মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্স, অ্যাশেন বান্দারা, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, রমেশ মেন্ডিস, দিমুথ করুনারত্নে
কলম্বো (15 স্বাক্ষর, US$ 45,000 বাকি) চামিকা করুণারত্নে, থিসারা পেরেরা, সাদিরা সামারাবিক্রমা, নিপুন ধনঞ্জয়া, শাদাব খান, গ্লেন ফিলিপস, চমিকা গুনাসেকারা, ডুনিথ ওয়েললাগে, রহমানুল্লাহ গুরবাজ, তাসকিন আহমেদ, অ্যাঞ্জেলো পেরেরা, মাকেউ সানকেউ, সানকেউ, সানকি আহমেদ পাথিরানা
গালে (14 স্বাক্ষর, US$ 229,000 বাকি) ভানুকা রাজাপাকসে, লাসিথ ক্রসপুলে, নিরোশান ডিকভেলা, মহেশ থেকশানা, টিম সেফার্ট, অ্যালেক্স হেলস, জেনিথ লিয়ানাগে, ডোয়াইন প্রিটোরিয়াস, সাহান আরাকচিগে, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুর, উইলিয়ামস খান, মালশা খান থারুপথী
ডাম্বুলা (12টি স্বাক্ষর, US$ 272,000 বাকি) দিলশান মাদুশঙ্কা, নুওয়ান থুশারা, দুশান হেমান্থ, প্রবীণ জয়াবিক্রমা, মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান, লাহিরু উদারা, আকিলা দানঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, ইফতিখার দীপ, নুওয়ান আহমেদ, নুওয়ান আহমেদ
জাফনা (12টি স্বাক্ষর, US$ 138,000 বাকি) কুসল মেন্ডিস, আবিষ্কা ফার্নান্দো, চরিথ আসালাঙ্কা, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, আজমাতুল্লাহ ওমরজাই, নুর আহমেদ, রিলি রুসো, ফ্যাবিয়ান অ্যালেন, ধনঞ্জয়া ডি সিলভা, প্রমোদ মাদুশান, জেসন ফারনান্দো, ফেরেনডর্ফ, জেসন ফারনান্দো
প্রতিটি দলকে ন্যূনতম ২৪ জন ক্রিকেটার নিতে হবে, সমস্ত চোখ থাকবে কলম্বো স্ট্রাইকার্সের দিকে, যারা পাথিরানাকে নিতে রেকর্ড পরিমাণ টাকা খরচ করে তাদের বাজেট উড়িয়ে দিয়েছে কিন্তু এখন তাদের বাকি পাঁচ জন ক্রিকেটারের জন্য ঝাঁকুনিতে হবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কাতার প্রবাসীদের জন্য বিশাল সুখবর, ফ্লাইট শুরু ৭ সেপ্টেম্বর
- ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের তামিমকে নিয়ে করা পোস্ট ভাইরাল, সারা দেশে উঠেছে আলোচনার ঝড়
- সাকিব-মাশরাফিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ, সারা দেশে উঠলো আলোচনার ঝড়
- সাকিবের বিষয়ে যে সিদ্ধান্ত নিল প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা
- বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা
- ব্যাপক হারে বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: নতুন করে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো বিসিবি
- বাংলাদেশের ছাত্রছাত্রীদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
- ৩.৩ ওভারে ৫১ রান দিলেন মুস্তাফিজ, ম্যাচ শেষে তাকে নিয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন অধিনায়ক রুতুরাজ
- ১৯১ রান করেও ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন ডাম্বুলা সিক্সার্সের অধিনায়ক নাবি
- লিটন বা মিরাজ নয় চমক দিয়ে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
- সাকিবের দেশের মাটিতে অবসরের বিষয়ে যে সিদ্ধান্ত নিল প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা
- মিরাজ বা লিটন নয় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের ঘোষণা করলো বিসিবি
- ইমরুলের পর বিসিবির মুখোশ খুলে দিলেন রুবেল হোসেন, অবাক পুরো দেশ
- বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ছেন যারা