ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

চমক দিয়ে আইপিএলের সেরা একাদশ ঘোষণা, দেখেনিন মুস্তাফিজের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মে ২৮ ১১:৩৮:২৪
চমক দিয়ে আইপিএলের সেরা একাদশ ঘোষণা, দেখেনিন মুস্তাফিজের অবস্থান

আইপিএলের ফাইনালের মধ্য দিয়ে শেষ চলতি আসর। এবারের আসরে শিরোপা জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসরের ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কলকাতা। তবে এবারের আইপিএলে ব্যাটাররা তেমন ভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। কিন্তু ব্যাটাররা রানের ফোয়ারা ছুটিয়েছে।

আইপিএল শেষেই সেরা একাদশ বাছাই করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন সেই একাদশে। তাদের প্রকাশিত দলে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলি। যিনি এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক।

কোহলির পাশাপাশি আরেক ওপেনার কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। যিনি আসরের অন্যতম মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকায় আছেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। মিডলঅর্ডার ব্যাটার হিসেবে আছেন তার দলের আরেক ক্রিকেটার রিয়ান পরাগ।

এছাড়াও আছেন লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান, মুম্বাইয়ের ত্রিস্টান স্টাবস ও কলকাতার আন্দ্রে রাসেল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন দিল্লির কুলদীপ যাদব। বাকি তিন পেসার—কলকাতার হারশিত রানা, মুম্বাইয়ের জাসপ্রিত বুমরাহ ও রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা। আসরে সর্বোচ্চ উইকেট শিকার করলেও দলে সুযোগ মেলেনি পাঞ্জাবের বোলার হার্শাল প্যাটেলের।

এই দলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার ও কলকাতার বরুন চক্রবর্তী। আলোচনায় থাকলেও দলে সুযোগ পাননি হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা, ট্রাভিস হেড ও রাজস্থানের পেসার ট্রেন্ট বোল্ট। আইপিএলের ফাইনালে দারুণ খেললেও এই একাদশে সুযোগ মেলেনি অসি তারকা মিচেল স্টার্কের। আর বাংলাদেশের কাটার মাস্টার যদি শেষ পর্যন্ত আইপিএল খেলতে পারতো তাহলে হয়তো সেরা একাদশ জায়গা করে নিতো। কেননা ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছিল ফিজ।

ইএসপিএনের সেরা আইপিএল একাদশ : বিরাট কোহলি, সুনীল নারিন, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নিকোলাস পুরান, ত্রিস্টান স্টাবস, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, হারশিত রানা, জাসপ্রীত বুমরা ও সন্দীপ শর্মা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে