ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১

শেষ হলো বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ আগস্ট ১২ ২২:১৫:৪৭
শেষ হলো বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, দেখেনিন ফলাফল

মেলবোর্ন রেনেগেডস একাডেমির বিপক্ষে সহজ জয় পাওয়া বাংলাদেশ হাই পারফরম্যান্সের (এইচপি) সামনে সুযোগ ছিল আরও একটি জয়ের। তবে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে সেই সুযোগ লুফে নিতে পারেননি আকবর আলীরা।

১৬৭ রান তাড়া করতে নামা তাসমানিয়ার শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৪ রান, হাতে ৫ উইকেট। এমন সমীকরণের সামনে ১৯তম ওভারে বোলিং আসেন আবু হায়দার রনি। প্রথম ৫ বলে ১৩ রান দেয়া বাঁহাতি পেসারের সামনে সুযোগ ছিল উইকেট নেয়ার।

আবু হায়দারের অফ স্টাম্পের ফুলার লেংথ ডেলিভারিতে স্কুপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন সেই সময় ৬৩ রানে অপরাজিত থাকা জ্যাক দোরান। শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে অবশ্য সহজ ক্যাচ নিতে পারেননি শামীম হোসেন পাটোয়ারী।

এমন সুযোগ হাত ছাড়ায় কপাল পুড়েছে এইচপির। শেষ ওভারে যখন ১০ রান দরকার তখন প্রথম তিন বলেই তাসমানিয়ার জয় নিশ্চিত করেন দোরান ও রাফায়েল ম্যাকমিলান। তাসমানিয়ার কাছে আকবরের দলকে হারতে হয়েছে ৫ উইকেটে। দুই ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে এইচপি।

ডারউইনে ১৬৭ রান তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারে উইকেট হারায় তাসমানিয়া। আলিস আল ইসলামের বলে স্লগ সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন টিম ওয়ার্ড। বেশিক্ষণ টিকতে পারেননি তিনে নামা নিভেথান রাধাকৃষ্ণানান।

রাকিবুল হাসানের অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন। দারুণ ব্যাটিং করতে থাকা নিক ডেভিসকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় এইচপি।

মাহফুজুর রহমান রাব্বির বলে উড়িয়ে মারতে গিয়ে আবু হায়দারের হাতে ক্যাচ দিয়েছেন ৩০ রান করা ডেভিস। এরপর ৬৬ রানের জুটি গড়ে তোলেন চার্লি ওয়াকিম ও দোরান। তাদের দুজনের জুটি ভাঙেন আবু হায়দার। বাঁহাতি পেসারের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়েছেন ২৫ রান করা চার্লি। এরপর ম্যাকমিলানকে সঙ্গে নিয়ে তাসমানিয়ার জয় নিশ্চিত করেন ৭১ রানে অপরাজিত থাকা দোরান।

এর আগে ব্যাটিং করতে নেমে এইচপিকে দারুণ শুরু এনে দেন তানজিদ তামিম ও জিসান আলম। দারুণ ব্যাটিংয়ে তারা দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৭৩ রান। বাংলাদেশের দুই তরুণ ওপেনারের জমে ওঠা জুটি ভাঙে রান আউটে। দেখেশুনে ব্যাটিং করতে থাকা তানজিদ তামিমকে ফিরতে হয় ২৮ রানে। পরের বলে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার জিসানও। কাইরন এলিয়টের বলে গ্যাব বেলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।

হাফ সেঞ্চুরি না পাওয়া জিসানের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। পারভেজ হোসেন ইমন একপ্রান্ত আগলে রাখলেও আফিফ হোসেন ধ্রুব ফিরেছেন দ্রুতই। রাধাকৃষ্ণানানের বলে বোল্ড হওয়া আফিফ করেছেন মাত্র ১০ রান। অধিনায়ক আকবর ফেরার আগে করেছেন ২০ রান। শেষ দিকে পারভেজের অপরাজিত ৩৯ এবং শামীমের ১৩ রানে ৫ উইকেটে ১৬৬ রানের পুঁজি পায় এইচপি। তাসমানিয়ার হয়ে বেল দুটি উইকেট নিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে