ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১

গেইলের সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন পুরান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০২ ১৩:৫৭:২১
গেইলের সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন পুরান

২০২৪ সাল শেষ হতে এখনো চার মাস বাকি। এর মধ্যেই এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন নিকোলাস পুরান। ২৮ বছর বয়সী এই ক্যারিবীয় বাঁহাতি কাল সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ৯ ছক্কা মেরে ক্রিস গেইলের ৯ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন।

২০১৫ সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৩৫টি ছক্কা মেরেছিলেন গেইল। এবার এক ইনিংসেই ৯টি মেরে তাঁকে ছাড়িয়ে পুরানের মোট ছক্কা এখন ১৩৯।

বড় ছক্কার জন্য বিখ্যাত গেইল টানা কয়েক মৌসুমই বছরের সর্বোচ্চ ছক্কা মেরেছিলেন। এখন পর্যন্ত বছরে ন্যূনতম ১০০টি ছক্কা হাঁকানোর ঘটনা আছে ৮টি। এর মধ্যে ছয়টিই গেইলের। বাকি দুটির একটি আন্দ্রে রাসেলের, যিনি ২০১৯ সালে মেরেছিলেন ১০১ ছক্কা। তৃতীয় ক্যারিবীয় হিসেবে পুরান এবার ১০০ ছক্কার ঘরেই ঢোকেননি, গেইলের বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন। তবে গেইলকে ১৩৫ ছক্কার জন্য ৩৬ ইনিংস খেলতে হলেও তাঁকে ছাড়িয়ে যেতে পুরানের লেগেছে ৫৭ ইনিংস।

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও ত্রিনবাগো নাইট রাইডার্সের পাশাপাশি ডারবান সুপার জায়ান্টস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, এমআই এমিরেটস, এমআই নিউইয়র্ক, নর্দার্ন সুপারচার্জারস এবং রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন পুরান। বছরের প্রথম আট মাসের মধ্যে ৮টি দলের জার্সি গায়ে চড়িয়ে গেইলকে ছাড়িয়েছেন তিনি।

বাঁহাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যান এখন টি-টোয়েন্টি আরেকটি রেকর্ডও ভাঙার অপেক্ষায় আছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টিতে তাঁর রান হয়ে গেছে ১৮৪৪, যা এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ। পুরানের সামনে শুধু ২০২২ সালে অ্যালেক্স হেলসের ১৯৪৬ ও ২০২১ সালে মোহাম্মদ রিজওয়ানের ২০৩৬ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে