ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

পাকিস্তানকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের বড় লাফ, ফাইনালে যাওয়ার সহজ সমীকরণ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৭:৪৭:১৫
পাকিস্তানকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের বড় লাফ, ফাইনালে যাওয়ার সহজ সমীকরণ

প্রথম ম্যাচ জিতে ইতিহাসে প্রথম বারের মত পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয় লাভ করে বাংলাদেশ। তখন কে জানতো বাংলাদেশ এবার শুধু একটি ম্যাচ জিততে বা লড়াই করতে আসেনি পুরো ট্রফিটা নিতে এসেছে। দ্বিতীয় টেস্ট ম্যাচেও জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের শক্তির জানা দিলেন মুশফিকরা।

প্রথম ম্যাচে ১০ উইকেটের পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। আর এতেই ২০০৯ সালের পর দেশের বাইরে টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ। সেই সাথে দেশের বাইরে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। এর আগে দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের সেই দলটি পূর্ণশক্তির ছিল না। যেকোনো দিক বিচারেই এই সিরিজ জয়ের মাহাত্ম্য বেশি। সঙ্গে সিরিজের প্রথম টেস্টে আছে ১০ উইকেটের জয়।

টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ তে হারিয়ে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে টপকে গেছে ইংল্যান্ডকেও। ৭ নাম্বার পজিশন থেকে চলে গিয়েছে চার নাম্বার পজিশনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের প্রথম দুই খেলে ফাইনাল। ভারতের বিপক্ষে সামনের ২টি টেস্ট ম্যাচে বাংলাদেশ জয় লাভ করতে পারলে বাংলাদেশ উঠে আসবে ১ নাম্বার স্থানে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে