ঢাকা, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১

আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখেনিন ম্যাচের সময় সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৭:৪৩:৪২
আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখেনিন ম্যাচের সময় সূচি

দেড় মাস হলো শেষ হয়েছে কোপা আমেরিকা। এই দেড় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এবার ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ মাঠে নামবে এই দুই দল। ইতিমধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই স্কোয়াডে নেই লিওনেল মেসি ও নেইমার। দুজনেই আছেন ইনজুরিতে। উভয়েই ইনজুরি কাটিয়ে এখন পূনর্বাসন অবস্থায় রয়েছেন।

আর্জেন্টিনার ঘোষিত ২৯ সদস্যের স্কোয়াডে নতুন মুখ ২ জন। তারা হলেন- ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কাস্তেয়ানোস খেলেন সিরি আ ক্লাব লাৎসিওতে। মাত্রই আরেক ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেয়া ফরোয়ার্ড সুলের বয়স ২১।

অন্যদিকে ব্রাজিলের ২৩ সদস্যের ঘোষিত স্কোয়াডে নতুন মুখ ২ জন। তারা হলেন- লুইজ হেনরিক ও এস্তেভো উইলিয়ান। উইলিয়ান অনেকের চোখে তিনি মেসিনিও বা ছোট মেসি। এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী আক্রমণভাগের ফুটবলারকে অনেকেই নেইমারের সঙ্গেও তুলনা করেন। গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। তবে পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি।

আর্জেন্টিনা দলে নেই ডি মারিয়া। কেননা তিনি কোপা আমেরিকার ফাইনাল শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে চমক হিসেবে শেষ দিকে এসে দলে নেয়া হয়েছে আক্রমণভাগের খেলোয়াড় দিবালাকে। অন্যদিকে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা। এ ছাড়া আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লির জায়গা হয়নি জাতীয় দলে।

আর্জেন্টিনা ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালে আগামী ৬ সেপ্টেম্বর সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে। আর দ্বিতীয় ম্যাচে আগামী ১১ সেপ্টেম্বর এস্তাদিও মেট্রোপলিতানোতে দিবাগত রাত আড়াইটায় কলম্বিয়ার মুখোমুখি হবে।

অন্যদিকে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ৭ সেপ্টেম্বর কওতো পেরেইরাতে ইকুয়েডরের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে ১১ সেপ্টেম্বর এস্তাদিও ডিফেন্সারেসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলের ৬ রাউন্ড শেষে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে। কনমেবল অঞ্চলের ১০টি দল ডাবল লিগ পদ্ধতির বাছাইপর্বে অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলবে ১৮টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিরও সুযোগ থাকবে প্লে-অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপের টিকিট কাটার।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল।

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস, পাওলো দিবালা।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এদারসন

ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলহার্ম আরানা, ওয়েন্ডেল, বেরাল্ডো, মার্কুইনহস, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহেস।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারাস, গারসন , জোয়াও গোমেজ, লুকাস প্যাকুয়েতা।

ফরোয়ার্ড: রদ্রিগো, এনদ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, লুইজ হেনরিক, পেদ্রো, সাভিনহো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে