ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

সদ্য সংবাদ

ব্রেকিং নিউজ: সালাউদ্দিন নয়, জানা গেল বাংলাদেশের নতুন হেড কোচ হচ্ছেন এক সাবেক ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০৫ ০১:২৩:৫১
ব্রেকিং নিউজ: সালাউদ্দিন নয়, জানা গেল বাংলাদেশের নতুন হেড কোচ হচ্ছেন এক সাবেক ক্রিকেটার

সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে ‍দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা সাফল্য হিসেবে ধরা হচ্ছে। বাংলাদেশের এই সাফল্যে অবদান হেড কোচ হাথুরুসিংহের।

বাংলাদেশ পাকিস্তানে ভালো করলেও দেশে হাথুরুকে বাদ দেয়ার আলোচনা চলছে। হাথুরুকে বাদ দিতে প্রায় সব বোর্ড পরিচালক একমত। তবে বাংলাদেশের এমন পারফরমেন্সের পর হাথুরুর কপাল খুলে যেতেও পারে।

এখন সবার মনে একটাই প্রশ্ন যদি হাথুরুকে বাদ দেয়া হয় তাহলে কাকে দেয়া সাকিব মিরাজদের দায়িত্ব। এদিকে আবার চ্যাম্পিয়ান্স ট্রফির বেশি দিন বাকি নাই। তাই এই মুহুর্তে বিদেশী কোচ পাওয়া মুশকিল। দেশি কোচদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সালাউদ্দিন।

বাংলাদেশের ভক্ত সমর্থকরা তাকে বাংলাদেশের হেড কোচ হিসেবে দেখতে চায়। তবে নতুন আরেকটি নাম সামনে এসেছে। আমিনুল ইসলাম বুলবুল এক সাক্ষাৎকারে বলেছেন কোচিং করানো পানির মত সহজ। আর এরপর থেকেই অনেকে মনে করছেন হাথুরুকে বাদ দিয়ে তাকেই বাংলাদেশের হেড কোচের দায়িত্ব দেবে বিসিবি।

আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আইসিসিতে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। জানা গেছে বিসিবি থেকেও তার সাথে কথা বলা হয়েছে। তবে ঠিক কি নিয়ে কথা সে বিষয়ে স্পস্টভাবে কিছু জানা যায়নি। যতদুর জানা গেছে তাতে হেড কোচ অথবা ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি। এখন দেখার বিষয়ে কোন দায়িত্বে হাজির হন বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে