ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

গোল বন্যায় শেষ হলো আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ সেপ্টেম্বর ০৬ ১০:৫৭:৪৪
গোল বন্যায় শেষ হলো আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ইনজুরির কারণে নেই লিওনেল মেসি। ডি মারিয়া অবসরে। দলের দুই কিংবদন্তিকে ছাড়াই দক্ষিণ আমেরিকান বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের এন্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের তাদের শূন্যতা বুঝতে দেননি আলবিসেলেস্তারা।

মেসি ডি মারিয়া ছাড়া দলকে পরীক্ষায় ফেলতে দেয়নি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি হয়ে নামা পাওলো দিবালা। আজ শুক্রবার সকালে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্কালোনির শিষ্যরা।

প্রথমার্ধে ভালো খেলতে না পরা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধেই করেছে তিন গোল। প্রথমার্ধের বিরতির পর তিন মিনিটের মাথায় ম্যাক অ্যালিস্টারের করা গোলে প্রথম লিড নেই পায় আর্জেন্টিনা।

হুলিয়ান আলভারেজের ক্রসে আর্জেন্টিনার করা গোলটি চোখ জুড়িয়ে দিতে পারে ভক্তদের। তবে দ্বিতীয় গোল পেতে দেরি হয় আর্জেন্টিনার। ৮৪ মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে চিলির বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে চোখধাঁধানো গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ৯১ মিনিটে বদলি হিসেবে নামা দিবালার গোলে অ্যাসিস্ট করেন আলেজান্দ্রো গার্নাচো।

দক্ষিণ আমেরিকান বাছাইয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিওনেল স্কালোনির দল। ৬ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের ৫ পয়েন্ট কম। অন্য ম্যাচে বলিভিয়া ৪-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে