ঢাকা, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এমবাপ্পের রিয়াল মাদ্রিদকে গোল বন্যায় ভাসালো লেভানডোভস্কির বার্সেলোনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ অক্টোবর ২৭ ০৯:২১:১০
এমবাপ্পের রিয়াল মাদ্রিদকে গোল বন্যায় ভাসালো লেভানডোভস্কির বার্সেলোনা

শনিবার রাতের সান্তিয়াগো বার্নাব্যুতে একজন স্ট্রাইকার গোলের পর গোল করে মাতিয়ে তুললেন মাঠ, আরেকজন সুযোগ নষ্ট করে হতাশ করলেন। তবে খেলার আগে কে ভালো করবেন, তা আন্দাজ করা সহজ ছিল না। ৩৬ বছর বয়সী রবার্ট লেভানডোভস্কি তার চেয়ে দশ বছরের ছোট কিলিয়ান এমবাপ্পেকে দেখালেন আসলে একজন নম্বর ৯ স্ট্রাইকার কেমন খেলেন। এই অভিজ্ঞতা দিয়ে বার্সাকে তিনি ৪-০ ব্যবধানে জয় এনে দিলেন।

পুরো খেলায় লেভানডোভস্কি অসাধারণ ছিলেন, দুটি গোল দারুণভাবে নিলেন এবং টপ টিমের খেলোয়াড়ের মতো পরিশ্রম করলেন। অন্যদিকে এমবাপ্পে ছিলেন হতাশাজনক। তিনি সঠিক সময়ে দৌড় শুরু করতে পারছিলেন না, একের পর এক সুযোগ নষ্ট করছিলেন, এবং মাদ্রিদের হাতে বল না থাকলে অনেক সময় মাঠে হাঁটছিলেন। একজন উদাহরণ স্থাপন করছিলেন, আরেকজন ছিলেন দলের প্রান্তে।

মজার ব্যাপার হলো, প্রথমার্ধে মনে হচ্ছিল মাদ্রিদ এবং এমবাপ্পে ভালো খেলছিলেন। কিন্তু বার্সার সাহসী অফসাইড ফাঁদে তারা বারবার আটকে যাচ্ছিলেন, তাই বিরতিতে গিয়ে স্কোর ছিল ০-০।

লেভানডোভস্কির প্রথম গোল ছিল এক অভিজ্ঞ খেলোয়াড়ের নিখুঁত ফিনিশিং। মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রেই লুনিন যখন এগিয়ে আসছিলেন, তখন তিনি বলটি কাছের পোস্টে ঠেলে দেন। দ্বিতীয় গোলটি আরও চমৎকার। মাদ্রিদের দুই ডিফেন্ডারের মধ্যে জায়গা করে নিয়ে আলেহান্দ্রো বালদে’র ক্রস থেকে এক দারুণ হেড করে বল জালে পাঠান।

তিনি একা নন, লামিন ইয়ামালও দ্বিতীয়ার্ধে নিজের উপস্থিতি জানান দেন। প্রথমার্ধে অনেকটাই চুপচাপ থাকলেও, দ্বিতীয়ার্ধে ফেরল্যান্ড মেন্ডির পাশ কাটিয়ে দারুণ এক শটে বল জালে জড়ান। হানসি ফ্লিকের অধীনে নতুনভাবে ফিরে আসা রাফিনহা চতুর্থ গোলটি করেন, লুনিনের ওপর দিয়ে বল ঠেলে দেন এবং উদযাপনে মেতে উঠেন।

এতে মাদ্রিদ সম্ভবত বিপদে পড়তে যাচ্ছে। ধারণা করা হয়েছিল, নতুন কোচ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে বার্সা সংগ্রাম করবে এবং লিগটি মাদ্রিদের দখলে থাকবে। কিন্তু মাঠে বার্সার তরুণরা, লেভানডোভস্কির নেতৃত্বে, মাদ্রিদের ঘরের মাঠেই দেখিয়ে দিলেন বড় ম্যাচে কিভাবে জ্বলে উঠতে হয়। লেভানডোভস্কি এক, এমবাপ্পে শূন্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে