ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদার জন্য ‘কেন জীবন দিতে হবে’ মান্নাকে প্রধানমন্ত্রী

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ নভেম্বর ০৮ ১৮:৩৯:৪৪
খালেদার জন্য ‘কেন জীবন দিতে হবে’ মান্নাকে প্রধানমন্ত্রী

সেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহ?সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধু?রী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

সংলাপ চলাকালীন ডাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভালো লিখতে পারে বলে আমাদের দলে নিয়ে এলাম। দলের সাংগঠনিক সম্পাদক বানালাম। কিন্তু আমাদের পক্ষে কোনো কথা লিখতে পারে না। এখন আবার গেছে ওই দিকে। এখন আমার বিরুদ্ধে গরম গরম বক্তৃতা করে।’

এ সময় প্রধানমন্ত্রীর পাশে থাকা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন, ‘আপা, মান্না তো খালেদা জিয়ার জন্য জীবন দিয়ে দিতে চাইছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কেন জীবন দিতে হবে?’

জবাবে মান্না বলেন, ‘নেত্রী, আমি জীবন দিতে চাইনি। বেশি লোক হয়ে গিয়েছিল তো, তাই…।’ এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘না, খুব বেশি লোক হয়নি।’ মান্না বলেন, ‘নেত্রী, আমি বঙ্গবন্ধুর স্পিডটা ধরে রাখছি।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এসব বলে লাভ হবে না। নির্বাচনে আসো। এখানে যারা আছেন, ফখরুল সাহেব ও সুব্রত চৌধুরী ছাড়া সবই আমার লোক।’ এ সময় মান্নাকে উদ্দেশ করে তোফায়েল আহমেদ বলেন, ‘তোমরা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কিছুই চাও না। দেখলাম তোমার গরম বক্তৃতা।’

জবাবে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমার এই বক্তব্য তো একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনারা তো সেই ব্যবস্থা করছেন না। আপনারা পাল্টা অভিযোগ করছেন। সভা-সমাবেশ থেকে গ্রেফতার করা হবে না বলেও গ্রেফতার-হয়রানি অব্যাহত রয়েছে।’

এ সময় প্রধানমন্ত্রী আবারও বলেন, ‘আর কোনো গ্রেফতার-হয়রানি হবে না। গায়েবি মামলা হবে না।’-বাংলাদেশ প্রতিদিন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে