প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেন ওবায়দুল কাদের
রোববার (০৩ মার্চ) বিকেলে তাকে দেখতে সেখানে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উভয়কেই ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানান বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর ওবায়দুল কাদেরকে ডাকেন। এসময় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেন তিনি। চোখের পাতাও অল্প খোলেন। এরপর যখন রাষ্ট্রপতি আসেন তখন পুরোপুরি তাকিয়েছেন।
এদিকে ওবায়দুল কাদেরকে দেখতে সকালে থেকে জাতীয় সংসদের স্পিকার থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সদস্য এবং দলের শীর্ষস্থানীয় নেতারা হাসপাতালে আসেন।
রোববার (০৩ মার্চ) বিকেল পৌনে ছয়টার দিকে ব্রিফিংয়ে তার চোখ খোলার কথা জানান বিএসএমএমইউ'র চিকিৎসকরাও। তারা জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তবে তিনি চোখ খুলেছেন এবং পা নড়াচড়া করছেন। এছাড়া ডাকেও সাড়া দিচ্ছেন তিনি। তবে এখনো শঙ্কামুক্ত নন।
চিকিৎসকরা জানান, রাতে ঢাকায় আসছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা আসার পর মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এই মুহূর্তে বিদেশি স্থানান্তর করার মতো অবস্থাতেও তিনি নেই বলে ব্রিফিংয়ে জানানো হয়। তবে সিঙ্গাপুর থেকে যে টিম আসছে তারা যদি নিশ্চিত করে যে, উনাকে নিয়ে যাওয়ার সময় এয়ার অ্যাম্বুলেন্সে কোনো সমস্যা হলে সেটিকে কাভার দেয়ার মতো প্রযুক্তি, জনবল বা সরঞ্জামের নিশ্চয়তা যদি দিতে না পারেন তাহলে উনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে না।
রোববার ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। এরপর সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও পরে সিসিইউ-তে স্থানান্তর করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, আজ (রোববার) ফজরের নামাজের পর হঠাৎ করে সেতুমন্ত্রীর শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে তাঁকে কার্ডিওলজি বিভাগে নেওয়া হয়। এনজিওগ্রামে তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। রিং পরিয়ে একটি ব্লক সচল করা হয়। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রেকিং নিউজ: চমক দিয়ে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা
- আজ ২৮/১০/২০২৪ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- বাড়ছে সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- এবার মুখ খুললেন সাকিব, ফাঁস করলেন সব গোপন তথ্য
- চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার সেমি ফাইনাল ম্যাচ, দেখেনিন ফলাফল
- মিরাজ নয় চমক দিয়ে ওয়ানডে ফরমেটের জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
- চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম আরব আমিরাতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
- আজ সুপার এইটে পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়
- তামিম ও মাশরাফির ফেসবুক পোস্ট, সারাদেশে উঠলো প্রশংসার ঝড়
- তাসকিন, লিটন বা মিরাজ নয়, চমক দিয়ে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
- ৬ ওভারে ১৪৭ রান করলো বাংলাদেশ, সবচেয়ে দ্রুত তম ফিফটির রেকর্ড গড়লেন সাইফউদ্দিন ও জিসান
- আগামীকাল সেমি ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়
- ব্রেকিং নিউজ: রিটেন শেষ, মুস্তাফিজকে অনেক বড় পুরস্কার দিল চেন্নাই সুপার কিংস
- কলকাতা নাইট রাইডার্সের বড় চমক, বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দলে ভেড়ালো শাহরুখের দল!