ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালিঙ্গার বিদায়ে নিয়ে ফেসবুকে যা লিখলেন মুস্তাফিজ-মুশফিক-তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জুলাই ২৭ ১০:৪০:০৯
মালিঙ্গার বিদায়ে নিয়ে ফেসবুকে যা লিখলেন মুস্তাফিজ-মুশফিক-তাসকিন

’ স্টেডিয়ামের ভেতরে,‘থ্যাঙ্ক ইউ মালি।’ নিজ দল বোলিংয়ের আগে দিয়েছিল গার্ড অব অনার। ম্যাচের পর প্রতিপক্ষ বাংলাদেশ দল থেকেও পেল ওমন সম্মান।

এর আগে ম্যাচ শেষে মুখোমুখি হয়েছিলেন ধারভাষ্যকার রোশান আবিসিংহের। কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন। ইংরেজি, সিংহলী ভাষা মিলিয়ে বলছিলেন। তবে একটি নাম বারবার মুখে আনছিলেন, চাম্পাকা রামানায়কে। লাসিথ মালিঙ্গার বোলিং গুরু। ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলে গুরুকে সম্মান জানাতে ভুল করেননি শ্রীলঙ্কান গ্রেট। গুরুকে দিয়েছেন স্মারক জার্সি। প্রসঙ্গত, চাম্পাকা রামানায়েকে বর্তমানে বাংলাদেশের পেস বোলিং কোচ।

এরপর দর্শকদের কাছাকাছি গেলেন। ল্যাপ অব অনারে দর্শকদের কৃতজ্ঞতা জানালেন। সাথে ছিল পুরো শ্রীলঙ্কা দল, প্রিয় বাবা-মা, স্ত্রী-সন্তানরা। শ্রীলঙ্কার হয়ে ২২৬ ম্যাচে মালিঙ্গা পেয়েছেন ৩৩৮ উইকেট।

বোলিংয়ে প্রথম ওভারেই পেয়েছিলেন তামিমের উইকেট। মাঝে তার শিকার সৌম্য সরকার। শেষটা মুস্তাফিজুর রহমান।

ম্যাচ শেষে এই কিংবদন্তীকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মালিঙ্গাকে নিয়ে অনেক বার্তা দিয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে