ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এই মাত্র পাওয়া : ফিরে যাচ্ছে নারোহিঙ্গারা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ আগস্ট ২২ ১৬:০৩:০৭
এই মাত্র পাওয়া : ফিরে যাচ্ছে নারোহিঙ্গারা

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঘুমধুম মৈত্রী সেতু দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানোর কথা থাকলেও তা আর শুরু হচ্ছে না।

প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ছাড়পত্র পাওয়া তালিকার মধ্যে সাক্ষাৎকারে অংশ নেওয়া ২২৫টি পরিবারের মধ্যে কেউ নিজ দেশে ফিরতে চাননা বলেও জানা গেছে।

তবে এ প্রক্রিয়ায় কাউকে জোর করা হয়নি বলে জানিয়েছেন প্রত্যাবাসন কমিশনার। ৩ হাজার ৪শ’ ৫০ জন রোহিঙ্গা মিয়ানমারে ফেরার ছাড়পত্র পেলেও আজ তারা কেউ যেতে রাজি হয়নি। তবে কতজন ফেরত যাবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কতৃপক্ষের পক্ষ্য থেকেও জানানো হয়নি।

এদিকে ৮টি গাড়ি প্রস্তুত রাখার পাশাপাশি ও টেকনাফ থেকে ঘুমধুম ট্রানজিট ঘাট পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হলেও কোন রোহিঙ্গা শরণার্থীতে দেখা যায়নি।

তবে নিজ দেশে ফিরতে তারা ইতোমধ্যে ৪টা শর্ত জুড়ে দিয়েছেন। যদি শর্ত মেনে নেওয়া হয় তাহলে তারা যাবে অন্যথায় তারা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে